অ্যান্ড্র স্ট্রস। ফাইল ছবি
অ্যালিস্টেয়ার কুকের পর এ বার আমদাবাদের পিচকে একহাত নিলেন অ্যান্ড্রু স্ট্রস। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের নিশানায় বিরাট কোহালি। স্ট্রসের বক্তব্য, পিচের স্বপক্ষে কথা বলা উচিত হয়নি কোহালির।
স্ট্রস বলেছেন, “পিচ নিয়ে কুক যা বলেছে তার সঙ্গে আমি একমত। বিরাট কোহালিকে শুনে মনে হচ্ছিল ও মাঠকর্মীদের মতো কথা বলছে।” উল্লেখ্য, ম্যাচের পর কোহালি বলেছিলেন যে স্পিন খেলায় দু’দলের ব্যাটসম্যানদের অক্ষমতার কারণেই খেলা এত দ্রুত শেষ হয়ে গিয়েছে। তাঁর মন্তব্য ছিল, “২১টা উইকেট পড়েছে সোজা বলে। ব্যাটসম্যানদের স্পিন খেলার মানসিকতার অভাব ছিল।”
পিচ কতটা খারাপ ছিল তা বোঝাতে জো রুটের প্রসঙ্গ টেনে এনেছেন স্ট্রস। বলেছেন, “জো রুটের দিকে এক বার তাকিয়ে দেখুন। আমরা সবাই জানি ও স্পিন কতটা ভাল খেলতে পারে। দারুণ ছন্দেও রয়েছে। কিন্তু তৃতীয় টেস্টে ও কী করল? মাত্র ১৯ রান। তা-ও ওই রানে পৌঁছতেই দু’তিন বার আউট হওয়ার হাত থেকে বেঁচেছে। টেস্ট ম্যাচটাও দু’দিনে শেষ হয়ে গিয়েছে।”