উসমান খোয়াজা টুইটার
পাকিস্তান বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যা ইচ্ছে করা যায়। যখন তখন নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিল করে দেওয়া যায়। তবে বিসিসিআই-য়ের ক্ষেত্রে তা হয় না। কারণ টাকা একটা বড় ব্যাপার। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খোয়াজা।
নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করায় বিতর্ক শুরু হয়েছে নানা মহলে। সেই বিতর্কে এবার যোগ দিলেন খোয়াজাও।
পাকিস্তানে জন্মানো এই ক্রিকেটার বিসিসিআই-কে খোঁচা দিয়ে বলেন, ‘‘পাকিস্তান সফর বাতিল করা খুব সহজ। যে কোনও ক্রিকেটার বা বোর্ড যখন তখন এটা বলতেই পারে। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ সফরও যে কোনও সময় বাতিল করে দেওয়া যায়। তবে ভারতের ক্ষেত্রে তা কখনোই হয় না। কারণ টাকা কথা বলে।’’
পাকিস্তানে অনুষ্ঠিত পিএসএল-এ নিয়মিত খেলেন খোয়াজা। সেই অভিজ্ঞতার ভিত্তিতে খোয়াজা বলেন, ‘‘একের পর এক প্রতিযোগিতা ওখানে সফল ভাবে হচ্ছে। ওরা রোজ প্রমাণ করছে ওদের দেশে ক্রিকেট খেলতে গেলে কোনও সমস্যা হবে না। তারপরেও দলগুলো খেলতে গিয়ে আবার ফিরে আসছে।’’
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পাকিস্তানে যে কোনও সমস্যা নেই তা জানাতে গিয়ে খোয়াজা আরও বলেন, ‘‘প্রচুর নিরাপত্তা কর্মী কাজ করেন। সকলেই নিরাপদে থাকে। আমি শুধু নয়, পিএসএল-এ খেলতে যাওয়া যে কেউ এই ব্যাপারে একমত হবে।’’