কোপা আমেরিকা ফাইল চিত্র
কোপা আমেরিকা কোন দেশে হবে তা এখনও ঠিক করে উঠতে পারেনি কনমেবল। গত বছর কলম্বিয়া ও আর্জেন্টিনাতে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। করোনার কারণে গত বছর এই প্রতিযোগিতা না হওয়ায় এ বছর হওয়ার কথা ছিল। কলম্বিয়ায় রাজনৈতিক অস্থিরতার কারণে সে দেশে এই প্রতিযোগিতা করা সম্ভব নয়। লিও মেসিদের দেশে করোনার প্রকোপ বাড়ায় লকডাউন হয়ে গিয়েছে। ফলে সেখানেও প্রতিযোগিতা আয়োজন করা যাবে না।
জুনের ১৩ তারিখ থেকে কোপা আমেরিকা শুরু হওয়ার কথা। চিলি বা ভেনেজুয়েলাতেও একাধিক সমস্যা থাকায় আমেরিকাতে হতে পারে এই প্রতিযোগিতা। এর আগে ২০১৬ সালে আমেরিকাতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। চিলি সেবার এই প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতে নেয় মেসির আর্জেন্টিনাকে হারিয়ে।
তবে এর পরও সমস্যা পুরোপুরি মিটে যায়নি। কারণ, একই সময় কনফেডারেশনস কাপ হওয়ার কথা রয়েছে আমেরিকাতে। দুই বড় প্রতিযোগিতা একই সঙ্গে করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।