Shree cement

ইস্টবেঙ্গলকে তিন-চার দিনের বেশি আর সময় দিতে পারবে না ইনভেস্টররা

চুক্তি সই হলে ক্লাবের সদস্যদের কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন বাঙ্গুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৬:০৭
Share:

চুক্তিতে সই না করলে বিচ্ছেদের রাস্তায় হাঁটতে বাধ্য হবেন হরিমোহন বাঙ্গুর ফাইল চিত্র

আর তিন চারদিন অপেক্ষা করবে শ্রী সিমেন্ট। এর মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব চুক্তিতে সই না করলে বিচ্ছেদের রাস্তায় হাঁটতে বাধ্য হবেন তাঁরা। বুধবার দুবাই থেকে আনন্দবাজার ডিজিটালকে ফোনে এই কথাই জানালেন শ্রী সিমেন্ট কর্তা হরিমোহন বাঙ্গুর। মঙ্গলবার ক্লাবের তরফ থেকে দেওয়া চিঠির প্রাপ্তি স্বীকার করে তিনি বলেন, ‘‘আমি চিঠি পেয়েছি। তবে এতে নতুন কিছু নেই। আর তিন-চার দিন অপেক্ষা করতে পারব আমরা। কারণ আমাদের জন্য দেশের খেলাধুলা অপেক্ষা করবে না। যদি অন্য কেউ ক্লাবের দায়িত্ব নিয়ে ভাল কাজ করে তবে তাদের স্বাগত।’’

Advertisement

চুক্তি সই হলে ক্লাবের সদস্যদের কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন বাঙ্গুর। তবে সমর্থকদের এই বিষয়ে বোঝানোর ব্যাপারটা নিয়ে ক্লাবের কোর্টেই বল ঠেলেছেন শ্রী সিমেন্ট কর্তা। তিনি বলেন, ‘‘সদস্যরা তাঁদের মতোই থাকবেন। এই ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না। তবে এত লক্ষ সমর্থককে আমি ব্যক্তিগত ভাবে চিনি না। ফলে তাঁদের বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। এই দায়িত্ব ক্লাবকে নিতে হবে। এটিকে মোহনবাগানের ক্ষেত্রেও এমনটাই হয়েছে।’’

মঙ্গলবারের চিঠিতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন লাল হলুদ কর্তারা। একই আবেদন জানিয়ে ব্যক্তিগত ভাবে চিঠি পাঠান ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত। সভাপতির চিঠি যদিও এখনও হাতে এসে পৌছয়নি বলে জানিয়েছেন বাঙ্গুর। তবে তিনি জানান, ‘‘আমি সরকারি ভাবে আলোচনা করতে চাই। আমাদের কাছে এর আগে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল সভাপতি হলেও প্রণব বাবু আমাদের সাথে কথা বলবেন না। আমাদের কাছে দুজনের নামও পাঠিয়ে দিয়েছিল ক্লাব। সেই দুজনের সঙ্গে কথা বলার হলে তবেই আলোচনা হবে।’’

Advertisement

এরপর বাঙ্গুর আরও বলেন, ‘‘এটা বারবার বলা হচ্ছে যে ক্লাবের ফুটবল স্বত্বই শুধু আমাদের কাছে রয়েছে। এটা ঠিক নয়। খেলাধুলোর সব স্বত্বই আমাদের হাতে রয়েছে। আমরা সব মিলিয়ে গোটা ক্লাবের উন্নতি করতে চাই। আর সেই কারণেই দ্রুত চুক্তি সই হওয়া জরুরি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement