US Open 2020

US Open 2021: ইদার প্রকোপে বন্ধ ইউএস ওপেন টেনিস, স্টেডিয়ামের ছাদ ভেঙে কোর্ট ভাসল বৃষ্টিতে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৮:১২
Share:

ছবি: টুইটার থেকে

বৃষ্টির জন্য বন্ধ ইউএস ওপেনে টেনিস ম্যাচ। ঘূর্ণিঝড় ইদার প্রকোপে ভেঙে গেল স্টেডিয়ামের ছাদ। জল ঢুকে পড়ল কোর্টে। লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে জল ঢুকে বন্ধ হয়ে গেল ম্যাচ।

আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্জম্যান এবং দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের মধ্যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলার সময় ঘটে এই বিপত্তি। কোর্ট ছেড়ে বার হয়ে যাওয়ার আগে অ্যান্ডারসন বলেন, "টেনিস খেলার মতো পরিস্থিতি হলে আমাকে ডেকে নিয়ো।"

Advertisement

টুইটারে সিমোনা হালেপের কোচ ড্যারেন কাহিল কোর্টে জল ঢোকার সেই ভিডিয়ো পোস্ট করেন। কোর্টের মধ্যে অঝোরধারায় বৃষ্টি পড়ছে। খেলা হওয়ার মতো পরিস্থিতি নেই। বৃষ্টি থামলে কোর্ট শুকনো করার চেষ্টা করা হয়।

লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামের কিছু ম্যাচও বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ে নিউইয়র্ক শহরে মৃত ৭। ইডার ধাক্কায় বেসামাল নিউইয়র্ক। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে জরুরি অবস্থা। অবিরাম বৃষ্টিপাত এবং ইডা ঝড়ের ঝাপটায় লন্ডভন্ড জনজীবন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement