IPL 2021

আইপিএলকে তোপ আফ্রিদির: আন্তর্জাতিক ক্রিকেটকে প্রভাবিত করছে

ফের আইপিএলকে আক্রমণ করলেন পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১৫:৫২
Share:

শাহিদ আফ্রিদি। ফাইল ছবি

ফের আইপিএলকে আক্রমণ করলেন পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার। নাম না করে এক টুইটে শাহিদ আফ্রিদি জানিয়েছেন, গোটা বিশ্বের ক্রিকেটসূচিকে প্রভাবিত করছে আইপিএল, যা ঠিক নয়।

Advertisement

এখন ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। শনিবার থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। তবে ৫০ ওভারের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পাঁচ ক্রিকেটার। তাঁরা এ দেশে পৌঁছেও গিয়েছেন। ক্রিকেটার ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন আফ্রিদি।

টুইটে লিখেছেন, “দক্ষিণ আফ্রিকা বোর্ড যে ভাবে সিরিজের মাঝপথে আইপিএল খেলার জন্য ক্রিকেটারদের ছেড়ে দিল সেটা দেখে আমি অবাক। টি-টোয়েন্টি লিগ বিশ্বের ক্রিকেটকে যে ভাবে প্রভাবিত করছে তা দেখে খারাপ লাগছে। মনে হয় নতুন করে ভাবার সময় এসেছে!!”

Advertisement

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি’কক, কাগিসো রাবাডা, অনরিখ নোখিয়া, এবং ক্রিস মরিস খেলছেন আইপিএলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement