sports

কেন্দ্রীয় বাজেটে ক্রীড়া ক্ষেত্রে কমল বরাদ্দ

এ বছরে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ হয়েছে ২৫৯৬.১৪ কোটি টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫২
Share:

ক্রীড়া ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমাল কেন্দ্রীয় সরকার। ফাইল চিত্র

ক্রীড়া ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমাল কেন্দ্রীয় সরকার। প্রায় ২৩০.৭৮ কোটি টাকা বরাদ্দ কমালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ বছরে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ হয়েছে ২৫৯৬.১৪ কোটি টাকা। এটি গতবারের থেকে ৮ শতাংশ কম।

Advertisement

এর মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ হল, ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পেও ব্যাপক কাটছাঁট। মোট ২৩২.৭১ কোটি টাকা কমানো হয়েছে এই বাজেটে। এবার বরাদ্দ হয়েছে ৬৬০.৪১ কোটি টাকা। গতবার ‘খেলো ইন্ডিয়া’-র জন্য বরাদ্দ ছিল ৮৯০.৪২ কোটি টাকা। খেলাধুলোয় ‘খেলো ইন্ডিয়া’ নরেন্দ্র মোদী সরকারের একেবারে নিজস্ব ভাবনা। অনেক ঢাক-ঢোল পিটিয়ে এই প্রতিযোগিতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সেখানেও তারা এবার বরাদ্দ কমাতে বাধ্য হয়েছে।

টোকিয়ো অলিম্পিক ও অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত না হওয়ায় বিদেশে ট্রেনিংয়েও যাননি কোনও অ্যাথলিট। ফলে বরাদ্দ কমানো হয়েছে বাজেটে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘নতুন পরিকাঠামো ও স্টেডিয়াম তৈরির কাজে হাত লাগানো যায়নি করোনার কারণে। বন্ধ ছিল জাতীয় শিবিরগুলিও। তাই বরাদ্দ কমান হয়েছে ক্রীড়া ক্ষেত্রে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement