Umar Akmal

জরিমানার টাকা দিলেন দাদা, পাকিস্তানের ক্রিকেটে ফিরতে আর বাধা থাকল না ভাইয়ের

পাকিস্তান সুপার লিগে গড়াপেটার দায়ে নির্বাসিত হয়েছিলেন উমর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৬:১৫
Share:

উমর আকমল। ফাইল ছবি

অবশেষে ক্রিকেটে ফেরার পথ প্রশস্ত হল উমর আকমলের। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জরিমানার ৪৫ লক্ষ টাকা দিয়ে দিলেন তিনি। ফলে আর কিছুদিনের মধ্যেই হয়তো ক্রিকেটে ফিরতে পারবেন।

Advertisement

পাকিস্তান সুপার লিগে গড়াপেটার দায়ে নির্বাসিত হয়েছিলেন উমর। পরে তাঁর শাস্তি কমানো হয়। কিন্তু সঙ্গে মোটা টাকা জরিমানা করা হয়। নিজের আর্থিক অবস্থা ভাল না থাকায় সেই জরিমানা কিস্তিতে দেওয়ার আবেদন করেছিলেন উমর। যা নাকচ করে পিসিবি। এরপর তাঁর দাদা কামরান এগিয়ে এসে সেই টাকা একবারে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অবশেষে টাকা জমা পড়েছে পিসিবি-র কাছে।

তবে ক্রিকেটে ফেরার আগে বোর্ডের দুর্নীতি-বিরোধী আইন অনুযায়ী রিহ্যাব করতে হবে তাঁকে। সেটা সম্পূর্ণ হলেই ক্রিকেটে ফিরতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement