rishabh pant

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে কী ভাবে তৈরি হচ্ছেন ঋষভ পন্থ, দেখুন ভিডিয়ো

মাত্র এক ঘণ্টায় প্রায় তিন লক্ষ মানুষ সেই ভিডিয়ো দেখে ফেলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৫:১৯
Share:

ঋষভ পন্থ ইন্সটাগ্রাম

সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামার আগে নিজেকে প্রস্তুত রাখছেন ঋষভ পন্থ। দলের বাকি সদস্যদের সঙ্গে মুম্বইয়ে হোটেলে থাকলেও জিমে নিয়মিত নিজেকে ফিট রাখার চেষ্টা করে চলেছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান।

Advertisement

হোটেলের জিমে ব্যায়াম করার সময় একটি ভিডিয়ো তুলে নেটমাধ্যমে দেন পন্থ। মাত্র এক ঘণ্টায় প্রায় তিন লক্ষ মানুষ সেই ভিডিয়ো দেখে ফেলেছেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে হাতের ওপর ভর দিয়ে শরীর উল্টে পুশ আপ করছেন ভারতের এই তারকা ক্রিকেটার।

আরও একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে জিমেই আর্চ করছেন ঋষভ। সামনেই লম্বা সফর ভারতের জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে বিরাট বাহিনী। ২ জুন মুম্বই থেকে বিশেষ বিমানে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement