Uganda

তিনশো চার রানের বিস্ময়কর হার টি টোয়েন্টিতে

সাতজন করলেন শূন্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ১৮:০২
Share:

মালি ও উগান্ডার ক্রিকেট ম্যাচ। ছবি: ফাইল চিত্র।

টি টোয়েন্টিতে ক্রিস গেল বা ডেভিলিয়ার্সের মারের সঙ্গে পরিচিত বিশ্ব ক্রিকেট। কিন্তু তাঁরাও এতদিনে যা পারেননি তা করে দেখাল উগান্ডার মহিলা ক্রিকেট দল। চার ছয়ের বন্যা বইল উগান্ডা ও মালি ম্যাচে। ২০ ওভারে রান উঠল ৩১৪! রানরেট প্রায় ১৬!

Advertisement

কুইবুকা মহিলা টি টোয়েন্টি টুর্নামেন্টে তারা তিনশো চার রানে হারলো মালি মহিলা দলকে। এই মালি মহিলা দলই কিছু দিন আগে মাত্র ছয় রানে অল আউট হয়ে ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়েছিল। এ বার তাদের সংগ্রহ আরেকটু বেড়ে দাঁড়াল দশে! মালি দলের হয়ে সর্বাধিক স্কোর চার। সাত জন করলেন শূন্য!

আরও পড়ুন​: আফগান ম্যাচেই কি সচিন, লারার এই রেকর্ড টপকে যাবেন বিরাট?

Advertisement

গোটা ম্যাচ জুড়েই রেকর্ডের ছড়াছড়ি। উগান্ডা দলের ওপেনার প্রস্কভিয়া অ্যালাকো ও অধিনায়ক রিতা মুসামালি সেঞ্চুরি করেন।

এর আগে বল করার সময় ৬১ রান শুধুমাত্র অতিরিক্তই দেন মালির বোলাররা, যা আন্তর্জাতিক মহিলা ম্যাচে তৃতীয় সর্বাধিক। মালির ওমৌ শোরের চার ওভারে বিরাশি রান যে কোনও টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি। প্রস্কভিয়া অ্যালাকো ও রিতা মুসামালির ২২৭ রানের পার্টনারশিপ মহিলা ক্রিকেটের সর্বাধিক। আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন ইংল্যান্ডের সুজি বেটস ও শোফি ডিভাইন, যাঁরা ১৮২ রানের পার্টনারশিপ করেন দক্ষিণ আফ্রিকার মহিলা দলের বিরুদ্ধে।

এই ম্যাচের স্কোর দেখে চোখ কপালে উঠেছে সমগ্র ক্রিকেট বিশ্বের। দেখার বিষয় এটাই যে পরের ম্যাচে মালি আবার কী চমক দেয়।

আরও পড়ুন​: আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ-অভিষেক হতে পারে পন্থের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement