Euro Cup 2020

Euro Cup Final 2020: ইউরো ফাইনালই বাতিল হয়ে যেত আমরা না থাকলে: লন্ডন পুলিশ

ইউরো কাপের ফাইনালে বিশাল সংখ্যক দর্শক টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টা করেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৪:১১
Share:

রবিবার যে তাণ্ডব হয়েছিল ইউরো কাপের ফাইনাল ঘিরে, তাতে আঙুল উঠেছিল পুলিশের দায়িত্ব নিয়েও। ছবি: রয়টার্স

ইউরো কাপের ফাইনাল ম্যাচ বাতিলই হয়ে যেতে পারত। লন্ডন পুলিশের দাবি তারা না থাকলে ইংল্যান্ড বনাম ইটালি ম্যাচটাই হয়তো খেলা হত না। রবিবার যে তাণ্ডব হয়েছিল ইউরো কাপের ফাইনাল ঘিরে, তাতে আঙুল উঠেছিল পুলিশের দায়িত্ব নিয়েও।

Advertisement

লন্ডন পুলিশের শীর্ষ আধিকারিক জেন কোনর বলেন, “রবিবার পুলিশ নিজের কাজে ব্যর্থ হয়েছে, তা মানতে রাজি নই। কঠিন সময়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারদর্শী, এমন আধিকারিকদেরই নিযুক্ত করা হয়েছিল। তারা নিজেদের দায়িত্ব পালন না করলে হয়তো ম্যাচটাই বাতিল হয়ে যেত।”

ইউরো কাপের ফাইনালে বিশাল সংখ্যক দর্শক টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টা করেছিল। এর ফলেই তাণ্ডব শুরু হয়। সেই তাণ্ডব সামলাতে পুলিশ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ ওঠে।

Advertisement

বিশৃঙ্খলার কারণে ইংল্যান্ডের ফুটবলার হ্যারি মাগুয়্যেরের বাবাও আক্রান্ত হন। ছবি: রয়টার্স

সেই বিশৃঙ্খলার কারণে ইংল্যান্ডের ফুটবলার হ্যারি মাগুয়্যেরের বাবাও আক্রান্ত হন। জোর করে মাঠে ঢুকতে চাওয়া দর্শকদের সঙ্গে ধস্তাধস্তির কারণে এমন ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ তুলেছেন বেশ কিছু দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement