Euro Cup 2020

Euro Cup 2020: হলুদ কার্ড, চোট, অন্য পরিবেশ, ইউরোর কোয়ার্টারে নামার আগে নানা সমস্যায় ইংল্যান্ড

১৯ বছরের এই তারকা ফুটবলারকে প্রথম দুটো ম্যাচে খেলিয়েছিলেন সাউথগেট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১০:১৪
Share:

অনুশীলনে ইংল্যান্ড শিবির। ছবি: রয়টার্স

অনুশীলনে চোট পেলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার বুকায়ো সাকা। ইউক্রেনের বিরুদ্ধে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে নামার ব্যাপারে অনিশ্চিত তিনি।

Advertisement

ইংরেজ প্রশিক্ষক গ্যরেথ সাউথগেট জানিয়েছেন ফিটনেস পরীক্ষা দেওয়ার পরেই ঠিক করা হবে সাকা খেলবেন কি না। তিনি বলেন, “অনুশীলনে হালকা চোট পেয়েছে সাকা। ও খেলতে পারবে কি না সেটা দেখতে হবে। বাকি সকলেই সুস্থ।”

১৯ বছরের এই তারকা ফুটবলারকে প্রথম দুটো ম্যাচে খেলিয়েছিলেন সাউথগেট। সুস্থ থাকলে ইউক্রেনের বিরুদ্ধেও সাকাকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

Advertisement

ইংরেজ প্রশিক্ষক গ্যরেথ সাউথগেট। ছবি: রয়টার্স

তবে শুধু চোট নয়, ইংল্যান্ড শিবিরে চিন্তার কারণ কার্ড সমস্যাও। ইউক্রেনের বিরুদ্ধে হ্যারি মাগুয়্যের, ডেক্লান রাইস, কালভিন ফিলিপস এবং ফিল ফোডেনের কার্ড দেখা চলবে না। কার্ড দেখলেই সেমিফাইনালে খেলতে পারবেন না তাঁরা।

সাউথগেট যদিও এই বিষয় ভাবতে রাজি নন। তিনি বলেন, “কার্ড সমস্যার কথা ভেবে দল সাজানোর কথা ভাবছি না। যে দল তিন বার সেমিফাইনাল খেলেছে, তারা কোয়ার্টার ফাইনালে এই সমস্যা নিয়ে ভাববে না। আমরা শুধু ইউক্রেন ম্যাচ নিয়েই ভাবছি। সেটা টপকে তবেই পরের ম্যাচ নিয়ে ভাবব। এখন এটা নিয়ে ভাবা বোকামি। জেতার জন্য যে দলটা নামানো প্রয়োজন, সেটাই নামবে।”

বুকায়ো সাকা। ছবি: রয়টার্স

এখনও অবধি ইংল্যান্ডের সব ম্যাচ ছিল দেশের মাটিতে। শনিবার তা হচ্ছে না। রোমে খেলতে নামবে তারা। মনে করা হচ্ছে এতে বাড়তি সমস্যায় পড়বে ইংল্যান্ড। যদিও সাউথগেট বলেন, “এটা বোধ হয় আমাদের জন্য ভালই হল। পরিবেশ পাল্টে যেতে অন্য রকম একটা চ্যালেঞ্জের মুখে পড়ব আমরা। দলের একাগ্রতা বাড়াতে সাহায্য করবে এটা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement