Andy Murrey

Wimbledon 2021: শেষ অ্যান্ডি মারের উইম্বলডন যাত্রা, দশম বাছাইয়ের কাছে হেরে বিদায় প্রাক্তন চ্যাম্পিয়নের

ঘরের মাঠে ব্রিটিশ টেনিস তারকাকে যেন ধ্বংস করে দিলেন শাপোভালভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ০৮:৫৫
Share:

বিদায় মারে। ছবি: রয়টার্স

দু’ বারের উইম্বলডনজয়ী (২০১৩, ২০১৬) অ্যান্ডি মারে বিদায় নিলেন এ বারের প্রতিযোগিতা থেকে। দশম বাছাই ডেনিস শাপোভালভের কাছে স্ট্রেট সেটে হারলেন ব্রিটিশ টেনিস তারকা। খেলার ফল ৪-৬, ২-৬, ২-৬।

Advertisement

কোমরের চোটের জন্য দুই বছর আগেই অবসর নিয়ে নেওয়ার কথা ভাবছিলেন মারে। কোমরে অস্ত্রোপচারের পর ২০১৭ সাল থেকে উইম্বলডনে দেখা যায়নি তাঁকে। গত বছর করোনার জন্য প্রতিযোগিতা বাতিল হওয়ার পর ওয়াইল্ড কার্ডের মাধ্যমে খেলার সুযোগ পান মারে।

প্রথম দুই পর্বে তাঁর খেলা আশা জাগিয়েছিল সমর্থকদের মনে। নিজের দেশে প্রতিযোগিতা খেলতে নেমে অনেক দূর যাবেন বলেই মনে করছিল সকলে। ৩৪ বছরের মারে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন ইংরেজদের।

Advertisement

তবে তৃতীয় পর্বে এসেই স্বপ্নভঙ্গ। দশম বাছাই শাপোভালভের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না মারে। প্রথম বার উইম্বলডনের প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন শাপোভালভ।

প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন মারে। পর পর ৩টি গেম জিতে ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৪-৬ ব্যবধানে হেরে যান তিনি।

দ্বিতীয় এবং তৃতীয় সেটে মারেকে কোনও সুযোগই দিলেন না শাপোভালভ। ঘরের মাঠে ব্রিটিশ টেনিস তারকাকে যেন ধ্বংস করে দিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement