Euro Cup 2020

Euro Cup 2020: পেনাল্টিতে জিতেও বিপক্ষের গোলরক্ষকে মজে স্প্যানিশ গোলরক্ষক

পেনাল্টিতে সুইৎজারল্যান্ডের ফ্যাবিয়েন স্কার এবং ম্যানুয়েল আকাঞ্জির শট আটকে দেন সিমন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১১:৩০
Share:

স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। ছবি: রয়টার্স

বিপক্ষের স্প্যানিশ সৈন্যরা একের পর এক কামান দাগছে আর সেই সব আক্রমণের সামনে দেওয়াল তুলে দাঁড়িয়ে ইয়ান সমার। শুক্রবার রাতের পর থেকে এই একটা নাম যেন ফুটবলপ্রেমীদের আচ্ছন্ন করে রেখেছে। মুগ্ধ বিপক্ষের গোলরক্ষক উনাই সিমনও।

Advertisement

পেনাল্টিতে জিতে সেমিফাইনালে স্পেন। গোটা ম্যাচে একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেওয়া সমার পেনাল্টিতে দলকে জেতাতে পারলেন না। স্প্যানিশ গোলরক্ষক সিমন বলেন, “সত্যি বলতে, আমি হলে ম্যাচের সেরার পুরস্কার তুলে দিতাম সমারের হাতে।”

পেনাল্টিতে সুইৎজারল্যান্ডের ফ্যাবিয়েন স্কার এবং ম্যানুয়েল আকাঞ্জির শট আটকে দেন সিমন। তিনি বলেন, “সেমিফাইনালে তরতাজা হয়ে নামতে হবে। ইউরো জিততে হলে নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে।”

Advertisement

গোটা ম্যাচে একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেওয়া সমার পেনাল্টিতে দলকে জেতাতে পারলেন না। ছবি: রয়টার্স

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন জয় পেয়েছে স্প্যানিশরা। সিমন বলেন, “একটু বেশিই আনন্দ করেছি আমি। তবে আমার শরীর যতটুকু চেয়েছে ততটাই। যেমন আগের ম্যাচের ভুলগুলো ভুলে যেতে হয়, তেমনই এই জয়ের আনন্দও ভুলে সেমিফাইনালে নামতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement