Euro Cup 2020

Euro Cup 2020: ইউক্রেনকে হারিয়ে স্বস্তির জয় নেদারল্যান্ডসের, জিতল অস্ট্রিয়াও

প্রায় সাত বছর পর প্রথম সারির কোনও প্রতিযোগিতায় খেলতে নেমেছিল নেদারল্যান্ডস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ০৮:০২
Share:

ওয়াইনালডামকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদের। ছবি রয়টার্স

ইউক্রেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে এবারের ইউরো কাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস। রবিবার আমস্টারডামে ঘরের মাঠে জিততে অবশ্য কমলা জার্সিধারীদের অপেক্ষা করতে হল ৮৫ মিনিট পর্যন্ত। অনেকেই বলছেন, এটাই এখনও পর্যন্ত ইউরো কাপের সেরা ম্যাচ। অন্যদিকে, অস্ট্রিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছে উত্তর ম্যাসিডোনিয়াকে।

Advertisement

২০১৬-র ইউরো এবং ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। প্রায় সাত বছর পর প্রথম সারির কোনও প্রতিযোগিতায় খেলতে নেমেছিল তারা। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেদারল্যান্ডসকে এগিয়ে দেন জর্জিনিয়ো ওয়াইনালডাম। সাত মিনিট পরে ব্যবধান বাড়ান উইট উইঘস্ট।

তবে খেলা তখনও শেষ হয়নি। চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে ইউক্রেন। গোল করেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো এবং রোমান ইয়ারেমচুক। তবে কমলা জার্সিধারীদের স্বস্তি দিয়ে ৮৫ মিনিটে জয়সূচক গোল করেন ডেনজেল ডামফ্রিস। ম্যাচের পর নেদারল্যান্ডস কোচ বলেছেন, ভবিষ্যতে দ্বিতীয়ার্ধে যাতে এ ভাবে আচমকা দলের পতন না হয়, সে দিকে খেয়াল রাখবেন।

Advertisement

উত্তর ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়াকে এগিয়ে দিয়েছিলেন স্টেফান লাইনার। কিন্তু ২৮ মিনিটে সমতা ফেরান ৩৭ বছরের স্ট্রাইকার গোরান পান্ডেভ। প্রথম সারির প্রতিযোগিতায় এটাই প্রথম গোল উত্তর ম্যাসিডোনিয়ার। তবে সেই খেলা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়াকে জেতান মাইকেল গ্রেগরিশ এবং মার্কো আর্নতোভিচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement