Italy

Euro 2020: অস্ট্রিয়াকে হারিয়ে ৮২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল ইটালি

২০১৮-র মে মাসে ইটালি শেষ বার হেরেছিল পর্তুগালের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১৭:০৫
Share:

জয়ের পর ইটালির ফুটবলাররা। ছবি রয়টার্স

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়াকে হারিয়ে নতুন নজির গড়ল ইটালি। ৮২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল তারা। এখন টানা ৩১ ম্যাচে অপরাজিত রবার্তো মানচিনির ইটালি।

Advertisement

শনিবার নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। অতিরিক্ত সময়ে গোল করেন ফেডেরিকো চিয়েসা এবং মাতেয়ো পেসিনা। পরে অস্ট্রিয়ার সাসা কালাদজিচ এক গোল শোধ দিলেও লাভ হয়নি। উল্লেখ্য, ১,১৬৮ মিনিট পরে গোল খেল ইটালি।

ভিত্তোরিয়ো পোজো কোচ থাকার সময় ১৯৩৫ থেকে ১৯৩৯ পর্যন্ত টানা চার বছর কোনও ম্যাচে হারেনি ইটালি। এই সময়কালের মধ্যেই তারা টানা দ্বিতীয় বিশ্বকাপ এবং ১৯৩৬ অলিম্পিক্সে সোনা জেতে। ২০১৮-র মে মাসে ইটালি শেষ বার হেরেছিল পর্তুগালের কাছে। এ ছাড়াও, অক্টোবর ২০২০-তে শেষ বার কোনও ম্যাচে গোল খেয়েছিল ইটালি। তারপর অস্ট্রিয়াই প্রথম দল যারা ইটালির জালে বল জড়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement