Euro Cup 2020

Euro 2020: ইউরো কাপে ফের করোনার ধাক্কা, স্পেনের বিরুদ্ধে খেলতে পারবেন না ক্রোয়েশিয়ার মিডফিল্ডার

স্পেনের বিরুদ্ধে তিনি নেই। পরের পর্বে উঠলে সেই ম্যাচেও তাঁকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১০:০৭
Share:

ইভান পেরিসিচ। —ফাইল চিত্র

করোনা আক্রান্ত ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ। আগামী ১০ দিন নিভৃতবাসে থাকবেন তিনি। স্পেনের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা তারকা। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি গোলও করেছিলেন তিনি।

Advertisement

ক্রোয়েশিয়ার ফুটবল অ্যাশোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, “শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো করোনা পরীক্ষার ফল আসে। সেখানে পেরিসিচের ফল পজিটিভ পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। চিকিৎসকরা সব রকম ব্যবস্থা করছে। কোনও ভাবেই যাতে দলের বাকিদের মধ্যে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই দিকেও নজর দেওয়া হয়েছে।”

১০ দিনের জন্য নিভৃতবাসে থাকবেন পেরিসিচ। ফলে স্পেনের বিরুদ্ধে তিনি নেই। পরের পর্বে উঠলে সেই ম্যাচেও তাঁকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রোয়েশিয়ার হয়ে ১০০-র বেশি ম্যাচ খেলে ফেলা এই উইঙ্গারকে না পাওয়ায় বেশ বড় ক্ষতি দলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement