মুখ থুবড়ে পড়লেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ছবি: রয়টার্স
বল ধরতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন ক্রিশ্চিয়ান এরিকসেন। শনিবার এমন ঘটনা দেখে আঁতকে উঠেছিল সকলেই। এরিকসেনের প্রাক্তন দল টটেনহ্যামের ভারতীয় চিকিৎসক সঞ্জয় শর্মার মতে তাঁর বেঁচে যাওয়াটা অলৌকিক ঘটনা।
২০১৩ থেকে ২০২০ সাল অবধি এরিকসেনের স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব ছিল সঞ্জয়ের ওপর। তিনি বলেন, “সিপিআর দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল এরিকসেনের। আমি দেখলাম ও বলটার দিকে দৌড়নোর সময় টাল খেল। ওর পা যেন ওর কথা শুনছে না। পড়ে যায় ও। কিছু ক্ষণের জন্য ছটফট করে।” সঞ্জয়ের মতে তারপরের সময়টাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “ওই সময় যদি ঠিক ভাবে সিপিআর না দেওয়া যায় তা হলে সাংঘাতিক ঘটনা ঘটে। সেই সময় বাঁচার সম্ভবনা থাকে মাত্র ৭ শতাংশ।”
এরিকসেন সুস্থ আছেন, এই খবর না আসা পর্যন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন বলে জানান সঞ্জয়। ২০২০ সালে টটেনহ্যাম ছেড়ে ইন্টার মিলানে চলে যান এরিকসেন। টটেনহ্যামের হয়ে ২২৬টি ম্যাচ খেলেন তিনি। গোল করেছেন ৫১টি।