UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে জয় পেল রিয়াল, ম্যাঞ্চেস্টার

বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে চেলসির মুখোমুখি হবে এফসি পোর্তোর। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামবে প্যারিস সঁ জঁ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১০:৪২
Share:

দুই গোলদাতা ভিনিসিয়স এবং ফডেন। ছবি: টুইটার থেকে

লিভারপুলের বিরুদ্ধে জয় পেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে ৩-১ গোলে জয় পেল জিনেদিন জিদানের দল। অন্য দিকে ম্যাঞ্চেস্টার সিটি জিতল ২-১ গোলে। বরুসিয়া ডর্টমন্ডের বিরুদ্ধে জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।

Advertisement

রিয়ালের ঘরের মাঠে প্রথম পর্বের ম্যাচে লিভারপুলকে হারিয়ে দিলেন করিম বেঞ্জেমারা। ভিনিসিয়স জুনিয়রের জোড়া গোলে জয় পেল রিয়াল। ২৭ মিনিটের মাথায় গোল করেন রিয়ালের তরুণ স্ট্রাইকার। ৩৬ মিনিটে সেই ব্যবধান বাড়ান মার্কো অ্যাসেনসিয়ো। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান মহম্মদ সালাহ। তবে বিপক্ষকে বেশিক্ষণ স্বস্তি পেতে দেয়নি জিদানের দল। ৬৫ মিনিটের মাথায় ফের গোল করেন ভিনিসিয়স। দ্বিতীয় পর্বে খেলতে নামার আগে বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় রিয়াল। তবে লিভারপুলের সুবিধা বাইরের মাঠে ১ গোল করে রাখায়। নিজেদের মাঠে খেলার সময় সেই সুবিধা নিতে পারেন কি না নজর থাকবে সেই দিকেই।

ম্যাঞ্চেস্টারও জয় পেল ঘরের মাঠে। ১৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। প্রথমার্ধে এগিয়ে থেকেই শেষ করে ম্যাঞ্চেস্টার। ৮৪ মিনিটের মাথায় ডর্টমন্ডের হয়ে সমতা ফেরান মার্কো রিউস। তবে বেশিক্ষণ সেই সমতা ধরে রাখতে পারেনি ডর্টমন্ড। তরুণ ফিল ফডেনের গোলে শেষ মুহূর্তে গোল পায় ম্যাঞ্চেস্টার। সেই গোলেই প্রথম পর্বের ম্যাচে জয় তুলে নিল গুয়ার্দিওলার দল।

Advertisement

বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে চেলসির মুখোমুখি হবে এফসি পোর্তোর। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামবে প্যারিস সঁ জঁ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement