MS Dhoni

রেকর্ডের মুখে ধোনি, কোন কোন মাইলফলক ছুঁতে পারেন এই আইপিএল-এ

ভারতের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক এ বারের আইপিএল-এ বেশ কিছু মাইলফলকের সামনে। দেখে নেওয়া যাক সেগুলো কী কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ০৯:২২
Share:

আইপিএল-এর ১৪তম সংস্করণেও নিজেকে মেলে ধরতে তৈরি মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: টুইটার থেকে

অনেকেই ভেবেছিলেন সংযুক্ত আরব আমিরশাহির মাঠে আইপিএল খেলেই তিনি তুলে রাখবেন দস্তানা। অবাক করে দিয়ে আইপিএল-এর ১৪তম সংস্করণেও নিজেকে মেলে ধরতে তৈরি মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক এ বারের আইপিএল-এ বেশ কিছু মাইলফলকের সামনে। দেখে নেওয়া যাক সেগুলো কী কী?

Advertisement

২০০৭ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি। অধিনায়ক হিসেবে প্রথম আবির্ভাব সেই মঞ্চে। এ বারের আইপিএল-এ টি২০ ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক ছুঁতে পারেন ধোনি। গত বছরের আইপিএল-এ ১৪ ম্যাচে ২০০ রান করেছিলেন ধোনি। এ বার ১৭৯ রান করলেই সব ধরনের টি২০ ম্যাচ মিলিয়ে ৭ হাজার রান করে ফেলতে পারবেন তিনি।

২০১১ সালে ছয় মেরে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে ছিলেন মাহি। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ইতিমধ্যেই ১৮৬টি ছক্কা মেরেছেন তিনি। আর ১৪টা ছয় মারলেই চেন্নাইয়ের হয়ে ২০০টা ছক্কা মারা হয়ে যাবে ভারতের প্রাক্তন অধিনায়কের।

Advertisement

শুধু ব্যাটসম্যান ধোনি নন, রেকর্ডের মুখে উইকেটরক্ষক ধোনিও। উইকেটের পিছনে দাঁড়িয়ে আর দুটো শিকার রেকর্ড ধোনির দস্তানায়। আইপিএল-এ প্রথম উইকেটরক্ষক হিসেবে ১৫০টি শিকার হবে তাঁর দখলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement