Australian Open 2024

সুখের হল না প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ান ওপেনে শুরুতেই হার দু’বারের চ্যাম্পিয়ন ‘মা’ ওসাকার

প্রায় দেড় বছর পর কোর্টে ফিরেছিলেন চারটি গ্র্যান্ড স্ল্যামের মালকিন ওসাকা। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিতে হল তাঁকে। প্রত্যাশা মতোই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাছাইয়েরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ২০:০০
Share:

নাওমি ওসাকা। —ফাইল চিত্র।

মানসিক অবসাদের জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে টেনিস থেকে সরে গিয়েছিলেন। ২০২৩ সালের জুলাইয়ে মা হওয়ার পর টেনিসে ফেরার কথা জানিয়েছিলেন নাওমি ওসাকা। কিন্তু বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড়ের প্রত্যাবর্তন সুখের হল না। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই হেরে গেলেন দু’বারের চ্যাম্পিয়ন।

Advertisement

২০১৯ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনে শেষ হাসি হেসেছিলেন ওসাকাই। কিন্তু ২০২৪ তাঁকে হতাশ করল। চারটি গ্র্যান্ড স্ল্যামের মালকিন জাপানি খেলোয়াড় ৪-৬, ৬-৭ (২-৭) ব্যবধানে হারলেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়ার কাছে। ১৬ নম্বর বাছাই ওসাকার একটি সার্ভিস ভেঙেই ম্যাচ জিতে নিলেন গার্সিয়া।

বাছাই খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন হুবার্ট হুরকাজ়। পুরুষ সিঙ্গলসের নবম বাছাই ৭-৬ (৭-৪), ৬-৪, ৬-২ ব্যবধানে হারিয়েছেন ওমর জাসিকাকে। সহজে প্রথম রাউন্ডের বাধা টপকেছেন কোকো গফ। মহিলা সিঙ্গলসের চতুর্থ বাছাই ৬-৩, ৬-০ ব্যবধানে হারিয়েছেন আনা স্মিডলোভাকে। দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন পুরুষদের তৃতীয় বাছাই ডানিল মেদভেদেভ। রুশ খেলোয়াড় ৫-৭, ৬-২, ৬-৪, ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় চোটের জন্য ম্যাচ ছেড়ে দিয়েছেন তাঁর প্রতিপক্ষ টেরেন্স আতমানে। প্রথম রাউন্ডে জয় পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। তিনিও প্রথম রাউন্ডে কার্যত বাই পেয়েছেন। দশম বাছাই অস্ট্রেলীয়কে ৬-৭ (৬-৮), ৬-৩, ২-০ অবস্থায় ম্যাচ ছেড়ে দিয়েছেন মিলোস রায়োনিক। জয় পেয়েছেন স্তেফানো চিচিপাসও। সপ্তম বাছাই ৫-৭, ৬-১, ৬-১, ৬-৩ সেটে হারিয়েছেন জ়িজ়ু বার্গসকে।

Advertisement

মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ওনস জাবেউর। তিনি ৬-২, ৬-১ ব্যবধানে হারিয়েছেন ইউক্রেনের ইউলিয়া স্টারোকে। ১৯তম বাছাই ইউক্রেনের এলিনা স্বাতোলিনা ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়েছেন তাইলা প্রেস্টনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement