IPL 2022

IPL: আট থেকে দশে যাচ্ছে আইপিএল, নতুন দুই দল বিক্রির নিলাম হতে পারে অক্টোবরে

১৭ অক্টোবর নতুন দল নেওয়ার জন্য নিলাম। আট দলের আইপিএল এ বার দশ দলের হতে চলেছে। কোন নতুন দু’টি শহরকে দেখা যাবে তা নিয়ে আগ্রহ রয়েছে সকলের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৩
Share:

১৭ অক্টোবর নতুন দল নেওয়ার জন্য নিলাম। —ফাইল চিত্র

আরও দু’টি দল বাড়ছে আইপিএল-এ। ১৭ অক্টোবর নতুন দল নেওয়ার জন্য নিলাম হতে পারে। আট দলের আইপিএল এ বার দশ দলের হতে চলেছে। কোন নতুন দু’টি শহরকে দেখা যাবে তা নিয়ে আগ্রহ রয়েছে সকলের। বিসিসিআই-এর তরফে যদিও এখনও তারিখ জানানো হয়নি।

নিলাম সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জানার শেষ দিন ২১ সেপ্টেম্বর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ১৭ অক্টোবর দু’টি দলের নিলাম হবে। ২১ সেপ্টেম্বরের মধ্যে সব তথ্য জেনে নেওয়ার সুযোগ থাকবে।

Advertisement

৫ অক্টোবর থেকে টেন্ডর ডাকা শুরু হবে বলে জানা গিয়েছে। প্রথমে নথিপত্র যাচাই করা হবে। তার পর আর্থিক লেনদেন। নেটমাধ্যমে এই নিলাম হবে না। সামনাসামনি উপস্থিত থেকেই এই নিলাম হবে।

সূত্রের খবর, আইপিএল-এর দল কেনার জন্য সংস্থার মোট সম্পত্তি আড়াই হাজার কোটি টাকা হতে হবে। একটি দল কেনার জন্য অন্তত দুই হাজার কোটি টাকা খরচ করতে হবে।

Advertisement

নতুন শহর হিসেবে উঠে আসছে আহমেদাবাদ, কটক, গুয়াহাটি, ধর্মশালা, ইন্দর, এবং লখনৌ। লিগ টেবিলে ২০২২ সালের আইপিএল-এ একেকটি দল ন’টি করে ম্যাচ খেলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement