ট্রেভিস হেড। ছবি টুইটার
অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দু’টি দ্বিশতরান করলেন ট্রেভিস হেড। বুধবার দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ২৩০ রান করেন তিনি। তাঁর ১২৭ বলের ইনিংসে রয়েছে ২৮টি চার এবং ৮টি ছয়। অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। সর্বোচ্চ ডার্সি শর্টের ২৫৭।
অস্ট্রেলিয়ার হয়ে ৪২টি একদিনের ম্যাচ খেলেছেন বাঁ হাতি ব্যাটার। তবে শেষ বার খেলেছেন ২০১৮ সালে। ছ’বছর আগে পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২ রান করেছিলেন তিনি। একদিনের ক্রিকেটের দল থেকে বাদ পড়লেও টেস্ট দলে দেখা যেত তাঁকে। কিন্তু গত বছর টেস্ট দল থেকেও বাদ পড়েন। আপাতত অ্যাশেজের দলে ঢোকার প্রস্তুতি চালাচ্ছেন। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ব্রিসবেনে, শুরু ৮ ডিসেম্বর।
বুধবার মার্শ কাপের ম্যাচে ট্রেভিস ছাড়াও জেক উইদেরাল্ডের ৯৭ রানের সৌজন্যে ৩৯১ তোলে দক্ষিণ অস্ট্রেলিয়া। জবাবে কুইন্সল্যান্ড শেষ ৩১২ রানে।