UCL

পরীক্ষা মেসিদের, স্বস্তিতে বায়ার্ন

শেষ ষোলের প্রথম পর্বের ম্যাচে চেলসিকে ৩-০ হারিয়েছে বায়ার্ন মিউনিখ। নাপোলির সঙ্গে ১-১ ড্র করেছেন মেসিরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ০৫:২৭
Share:

ছবি সংগৃহীত।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অন্যতম সেরা আকর্ষণ হতে পারে লিয়োনেল মেসি-রবার্ট লেয়নডস্কি দ্বৈরথ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর পুরনো দল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন কি না, তা নির্ভর করছে ম্যাঞ্চেস্টার সিটির উপরে।

Advertisement

করোনা অতিমারির জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের খেলা। এই পরিস্থিতিতে প্রতিযোগিতা শেষ করতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। প্রথা ভেঙে আটটি দলকে নিয়ে অগস্টে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ‘ছোট সংস্করণ’ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা। শুধু তাই নয়। এ বার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একবারই মুখোমুখি হবে দলগুলো। অর্থাৎ, দুই পর্বের বদলে একটি ম্যাচই হবে। ক্রীড়াসূচি চূড়ান্ত করতে সুইৎজ়ারল্যান্ডের নিয়ঁতে শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্রয়ের আয়োজন করেছিল উয়েফা।

শেষ ষোলের প্রথম পর্বের ম্যাচে চেলসিকে ৩-০ হারিয়েছে বায়ার্ন মিউনিখ। নাপোলির সঙ্গে ১-১ ড্র করেছেন মেসিরা। এই পরিস্থিতিতে লেয়নডস্কিদের শেষ আটে ওঠার ব্যাপারে ফুটবল পণ্ডিতেরা আশাবাদী। যদি না দ্বিতীয় পর্বের লড়াইয়ে চেলসি অঘটন ঘটায়। প্রথম পর্বে ড্রয়ের ফলে বার্সেলোনার লড়াই তুলনায় একটু কঠিন। জুভেন্টাস শিবিরও খুব একটা স্বস্তিতে নেই। কারণ, প্রথম পর্বে লিয়ঁ-র বিরুদ্ধে ০-১ হেরেছেন পাওলো দিবালারা-রা। তবে নিজের দেশ পর্তুগালের লিসবনে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন রোনাল্ডো। তাই জুভেন্টাসেরও শেষ আটে যোগ্যতা অর্জনের ব্যাপারে আশাবাদী বিশেষজ্ঞেরা। এখন যাবতীয় আগ্রহ শেষ আটে রোনাল্ডোদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ না ম্যান সিটি হবে তা নিয়েই। শেষ যোলোয় প্রথম পর্বের ম্যাচে জ়িনেদিন জ়িদানের দলকে ২-১ হারিয়েছে ম্যান সিটি। ইপিএল খেতাব হাতছাড়া হওয়ার পরে পেপ গুয়ার্দিওলার পাখির চোখ এখন চ্যাম্পিয়ন্স লিগ। বিশ্বফুটবলের অন্যতম সেরা দুই চাণক্যের দ্বৈরথে কী হয় তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement