অলিম্পিক্স হবে বলে দাবি টোকিয়ো ২০২০-র প্রধান ইয়োশিরো মরির। (বাঁ দিকে) ছবি: রয়টার্স
টোকিয়ো অলিম্পিক্স হবেই, এমনই জানালেন টোকিয়ো ২০২০-র প্রধান ইয়োশিরো মরি। তিনি বলেন, “করোনাভাইরাস যে পথেই চলুক, অলিম্পিক্স হবেই।” মঙ্গলবার এমনই দাবি করলেন ইয়োশিরো। করোনা অতিমারির কারণে ২০২০ সালে অলিম্পিক্স আয়োজন করা সম্ভব হয়নি। এই বছর টোকিয়োতেই অলিম্পিক্স হওয়ার কথা। তবে জাপানে করোনার প্রকোপের কথা মাথায় রেখে সেই আয়োজন করা যাবে কি না সেই প্রশ্ন তৈরি হয়।
টোকিয়ো ২০২০ অলিম্পিক্স বোর্ডের প্রধান, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়োশিরো মরি বলেন, “করোনাভাইরাসের প্রকোপ বাড়লেও আমরা এগিয়ে যাব। অলিম্পিক্স হবে কি হবে না, এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমরা কী ভাবে আয়োজন করব।” তিনি যোগ করেন, “নতুন ধরনের অলিম্পিক্স আয়োজনের কথা ভাবা উচিত আমাদের।”
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিডে সুগা আরও এক মাসের জন্য জাপানে করোনা বিধি পালন বাড়িয়ে দিতে পারেন। এর ফলে ৭ মার্চ অবধি বিধি মেনেই কাজ করতে হতে পারে জাপানে। সারা বিশ্বে এখনও করোনার প্রকোপ রয়েছে। আগের চেয়ে কিছুটা কম হলেও পুরোপুরি করোনা মুক্ত নয় পৃথিবী। তার মাঝে অলিম্পিক্স আয়োজনের দাবি করলেন ইয়োশিরো মরি।