টোকিয়ো অলিম্পিক্স হবে পরের বছর।
এক বছর পিছিয়েই গেল টোকিয়ো অলিম্পিক্স। সোমবার আয়োজকরা নতুন দিন ক্ষণ ঘোষণা করলেন। ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিয়ো অলিম্পিক্স। চলবে ৮ অগস্ট পর্যন্ত।
করোনাভাইরাসের থাবায় বেসামাল একের পর এক দেশ। বিশ্বে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।এই আবহে গত সপ্তাহেই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ পিছিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের কাছে অনুরোধ করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
সেই সময়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্টও তাঁর আবেদনে সাড়া দিয়েছিলেন। এ দিন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ও আয়োজক কমিটি আলোচনার মাধ্যমে নতুন দিন স্থির করে।
আরও পড়ুন: করোনা যুদ্ধে অর্থ সাহায্য বিরাট-অনুষ্কার
অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার নজির নেই। এর আগে বিশ্বযুদ্ধের জন্য বার কয়েক বাতিল হয়ে গিয়েছিল এই ক্রীড়া মহাযজ্ঞ। কিন্তু এই ভাবে পিছিয়ে যাওয়ার ঘটনা কখনও ঘটেনি।