Manpreet Singh

Tokyo Olympics: বেলজিয়াম ম্যাচ অতীত, পদক পেতে জার্মান বধের ছক কষছেন মনপ্রীতরা

বেলজিয়ামের বিরুদ্ধে সুযোগ নষ্ট করার খেশারত দিতে হয়েছে ভারতকে। এমনটাই মনে করেন ভারতের হকি দলের কোচ গ্রাহাম রিড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ২০:৫৭
Share:

ব্রোঞ্জ জেতাই লক্ষ্য ভারতের হকি দলের ফাইল চিত্র

সেমিফাইনালে হারতে হলেও ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে জার্মানির বিরুদ্ধে খেলতে নামছে মনপ্রীত সিংহের ভারত। বেলজিয়াম ম্যাচ ভুলে বৃহস্পতিবারের ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক। মনপ্রীত বলেন, ‘‘আগের ম্যাচ নিয়ে ভাবতে চাইছি না। আমরা জার্মানির বিরুদ্ধে খেলা নিয়েই ভাবছি। দলে অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে। আমরা তৈরি।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘আমাদের সঙ্গে গোটা দেশের সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী নিজে সেমিফাইনালে হারের পরও আমাদের শুভ কামনা জানিয়ে টুইট করেছেন। হতাশ হতে বারণ করেছেন। আমরা তাঁর কথা মেনেই বৃহস্পতিবার খেলতে নামব।’’

বেলজিয়ামের বিরুদ্ধে সুযোগ নষ্ট করার খেশারত দিতে হয়েছে ভারতকে। এমনটাই মনে করেন ভারতের হকি দলের কোচ গ্রাহাম রিড। তিনি বলেন, ‘‘আমরা যখন এগিয়ে ছিলাম তখন অনেক সুযোগ নষ্ট করেছি। বেলজিয়াম সমতা ফেরানোর পরও আমাদের সামনে সুযোগ এসেছিল তাও কাজে লাগাতে পারিনি। উল্টে আমরাই গোল খেয়ে চাপে পড়ে গিয়েছি। গোল করে ওদের ওপর চাপ বাড়াতে পারিনি। সেই কারণেই হারতে হয়েছে।

Advertisement

তবে জার্মানির বিরুদ্ধে খেলার আগে মানসিক ভাবে প্রস্তুত রয়েছে দল। জানিয়ে দিলেন রিড। তিনি বলেন, ‘‘জার্মানির বিরুদ্ধে খেলার জন্য ছেলেরা মুখিয়ে রয়েছে। মানসিক ভাবেও আমরা তৈরি আরও বেশি পরিশ্রম করে পদক পাওয়ার জন্য।’’

কোভিডের জেরে হওয়া লকডাউনের পর জার্মানির বিরুদ্ধে খেলেছিল ভারত। প্রথম ম্যাচে ৬-১ গোলে জয় পান মনপ্রীতরা। দ্বিতীয় ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement