Bajrang Punia

Tokyo Olympics: চোট পেলেন কুস্তিগীর বজরং পুনিয়া, আশঙ্কা অলিম্পিক্স নিয়ে

বজরংয়ের প্রশিক্ষক শাকো বেনটিনিডিস অবশ্য বলছেন আশঙ্কার কোনও কারণ নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৩:৪৫
Share:

কুস্তিগীর বজরং পুনিয়ার চোট। —ফাইল চিত্র

ভারতের তারকা কুস্তিগীর বজরং পুনিয়ার চোট। টোকিয়ো অলিম্পিক্স শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে এই চোট চিন্তায় ফেলে দিল ভারতকে। এ বারের অলিম্পিক্সে পদক পাওয়ার ব্যাপারে এশিয়ান গেমসে সোনাজয়ী বজরংয়ের ওপর বাজি ধরছে ভারত।

Advertisement

বজরংয়ের প্রশিক্ষক শাকো বেনটিনিডিস অবশ্য বলছেন আশঙ্কার কোনও কারণ নেই। রাশিয়ায় আলি আলিভ প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন বজরং। সেখানে সেমিফাইনালে খেলতে নেমে ডান হাঁটুতে চোট পান তিনি। বিপক্ষে থাকা রাশিয়ার কুদিভের ডান হাঁটুতে আক্রমণ করেন বজরং। সেই সময় পাল্টা আক্রমণে ভারতীয় কুস্তিগীরের ডান হাঁটু টেনে ধরেন কুদিভ। সেই সময়ই চোট লাগে বজরংয়ের। ম্যাচ ছেড়ে দেন তিনি।

দাঁড়াতেই পারছিলেন না বজরং। তাঁর প্রশিক্ষক বলেন, “এখন ঠিক আছে বজরং। ব্যথা কমানোর ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওকে। খুব একটা বড় চোট বলে মনে হচ্ছে না। দ্রুত সুস্থ হয়ে উঠবে ও।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement