জাভেদ ফোরুঘি ছবি রয়টার্স
নিজেকে তিনি যোদ্ধা ভাবতে ভালবাসেন। গত বছর অতিমারিতে যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, তখন তিনি হাসপাতালে নার্স হিসেবে কাজ করেছেন। কোভিডেও আক্রান্ত হয়েছেন। ইরানের সেই জাভেদ ফোরুঘিই অলিম্পিক্সে রেকর্ড গড়ে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন।
ফোরুঘি যে ইভেন্টে জিতেছেন সেখানে ছিলেন ভারতের শুটার সৌরভ চৌধুরিও। তিনি সপ্তম স্থানে শেষ করেন। নিজের ধারেকাছে কারওকে আসতে দেননি ফোরুঘি। ২৪৪.৮ পয়েন্ট নিয়ে অলিম্পিক্সে রেকর্ড গড়ে সোনার পদক জেতেন।
ইরান এর আগে কোনওদিন শুটিংয়ে অলিম্পিক্সে পদক জেতেনি। ব্রোঞ্জ পদকও নয়। ফোরুঘি সেখানে সরাসরি সোনার পদক দিলেন দেশকে। তাই ম্যাচের পর ফোরুঘি বলেছেন, “আমি খুব খুশি। দেশের একজন সৈনিক হিসেবে প্রথম পদক এনে সবাইকে গর্বিত করতে পেরে ভাল লাগছে।”
কেমন ছিল হাসপাতালে নার্স হিসেবে কাটানো সেই সময়? ফোরুঘি বলেছেন, “আমি এখনও নার্স হিসেবে একটি হাসপাতালে কাজ করি। কোভিডে কাজ বেড়ে গিয়েছিল। গত বছর কাজ করতে করতেই কোভিডে আক্রান্ত হই। সুস্থ হওয়ার পর অলিম্পিক্সের প্রস্তুতি শুরু করি।”
এর মাঝে আরও এক বার কোভিডে আক্রান্ত হন তিনি। অনুশীলন বন্ধ ছিল এক মাস। তারপর ফের প্রস্তুতি শুরু করেন। জুন মাসে ক্রোয়েশিয়ায় আইএসএসএফ বিশ্বকাপে সোনা জেতেন। দিল্লিতেও খেলে গিয়েছেন বিশ্বকাপে। সেখানেও সোনা জেতেন।
প্রত্যেককে কোভিডের বিরুদ্ধে সচেতন করার প্রয়াস নিয়েছেন। এমনকী অলিম্পিক্সে এসেও প্রচার চালিয়ে গিয়েছেন। কোভিডের কারণে অলিম্পিক্স বাতিল হয়নি বলে খুশি ফোরুঘি।
কিন্তু তাঁর কাজ এখনও থামেনি। ফিরে গিয়ে ফের দেশের সেবায় নেমে পড়তে হবে। পাশাপাশি চলবে পরের অলিম্পিক্সে সোনা জেতার প্রস্তুতিও।