অদিতি অশোক টুইটার
ভারতের প্রথম মহিলা গল্ফার হিসেবে টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন অদিতি অশোক। আগেই যোগ্যতা অর্জন করেছিলেন অনির্বাণ লাহিড়ি ও উদয় মানে। মহিলাদের মধ্যে দেশের এক নম্বর গল্ফার অদিতি।
টোকিয়ো অলিম্পিক্সে বিশ্বের ৪৫ নম্বর গল্ফার হিসেবে জায়গা পেয়েছেন তিনি। প্রথম ৬০ জন গল্ফার অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছেন। এরপর কোনও গল্ফার নাম প্রত্যাহার করে নিলে এই তালিকায় ঢুকে পড়বেন আরও এক ভারতীয় দীক্ষা ডাগর। বর্তমানে অতিরিক্তদের তালিকায় রয়েছেন তিনি। পুরুষদের গল্ফ শুরু হবে ২৯ জুলাই। চলবে ২ অগস্ট অবধি। মহিলাদের খেলা শুরু হবে ৪ অগস্ট। শেষ হবে ৭ অগস্ট।
তবে অদিতির অলিম্পিক্স অভিযান এবারই প্রথম নয়। এর আগে রিও অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন তিনি। এ বছরে তাঁর দ্বিতীয় প্রতিযোগিতায় খেলতে নামবেন অদিতি। মহিলাদের পিজিএ প্রতিযোগিতায় ভালো খেলতে পারেননি তিনি।