2020 Tokyo Olympics

Tokyo Olympics: অলিম্পিক্সে চমক, একই বিভাগে সোনা, রুপো জয়ীর বয়স ১৩, ব্রোঞ্জ জয়ীর ১৬

সোমবার জাপানের মোমিজি নিশিয়া মহিলাদের স্কেটবোর্ডে সোনা জেতে। একই খেলায় রুপো জিতে নেয় ব্রাজিলের রাইসা লিয়ান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ২২:২০
Share:

মোমিজি নিশিয়া টুইটার

১৩ বছর বয়সে অলিম্পিক্সে সোনা! অবাক করার মতো ঘটনা হলেও বাস্তব এটাই। তবে অবাক হওয়ার এখনও বাকি আছে। রুপো জিতে নেওয়া মেয়েটির বয়সও ১৩ বছর। একই বিভাগে ব্রোঞ্জজয়ীর বয়স ১৬ বছর।

Advertisement

সোমবার জাপানের মোমিজি নিশিয়া মহিলাদের স্কেটবোর্ডে সোনা জেতে। একই খেলায় রুপো জিতে নেয় ব্রাজিলের রাইসা লিয়ান। ব্রোঞ্জ জেতে জাপানের ফুনা নাকায়ামা। অলিম্পিক্সের ইতিহাসে এরকম নজির আর নেই।

এত কম বয়সে অলিম্পিক্সের মঞ্চে পদক জেতার নজির নেই কোনও খেলোয়াড়ের। শুধু সোনাজয়ী নিশিয়া নয়, রাইসা বা নাকায়ামার কীর্তি দেখেও চমকে উঠেছেন নেটাগরিকরা।

Advertisement

এবারেই প্রথম স্কেটবোর্ডিং খেলা হচ্ছে অলিম্পিক্সে। এই খেলায় নিশিয়ায় মহিলাদের মধ্যে প্রথম সোনাজয়ী। আগে ছেলেদের খেলায় সোনা জিতেছেন জাপানের য়ুতো হোরিগোম।

স্কেটবোর্ডিংয়ে পদক জয়ীরা টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement