Saikhom Mirabai Chanu

Tokyo Olympics:দেশে ফিরতেই চানুকে বার্তা বিরাটের, সঙ্গে বিশেষ আবেদনও

তবে চানুর সামনে এখনও সোনা জেতার সুযোগ আছে। ডোপ পরীক্ষার জন্য চিনের হাউ ঝিহুইকে টোকিয়ো ছাড়তে বারণ করা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ২১:০৮
Share:

বিরাট ও চানু টুইটার

গোটা দেশকে গর্বিত করেছেন মীরাবাই চানু। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতে সোমবার দেশে ফিরতেই তাঁকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলী। বিসিসিআই-এর তরফ থেকে একটি ভিডিয়ো দেওয়া হয় নেটমাধ্যমে।

Advertisement

সেই ভিডিয়োতে ভারত অধিনায়ক বলেন, ‘‘গোটা দেশের প্রত্যাশার চাপ কীভাবে নিজের কাঁধে নিতে হয়, তা দেখিয়েছ তুমি। শুধু সেই ভার বহন করাই নয়, সেখান থেকে জয়ও ছিনিয়ে এনেছ। এ জন্য অনেক শুভেচ্ছা।’’

এই অলিম্পিক্সে ভারতীয়দের খেলা দেখার অনুরোধও করেন বিরাট। ভারত অধিনায়কের এই বার্তা টুইটারে দ্রুত ভাইরাল হয়। বিরাটের পাশাপাশি বার্তা দিয়েছেন রাহুল দ্রাবিড়, শুভমন গিলও।

Advertisement

তবে চানুর সামনে এখনও সোনা জেতার সুযোগ আছে। কারণ ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চিনের হাউ ঝি হুই। ডোপ পরীক্ষার জন্য তাঁকে টোকিয়ো ছাড়তে বারণ করা হয়েছে। তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হলে চানুকে সোনার পদক দিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement