সুতীর্থা মুখোপাধ্যায়। —ফাইল চিত্র
এ ভাবেও ফিরে আসা যায়। ১-৩ ব্যবধানে পিছিয়ে ছিলেন বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়। সেখান থেকে জয় তুলে নিলেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সের দ্বিতীয় পর্বে পৌঁছে গেলেন সুতীর্থা। দ্বিতীয় পর্বে পৌঁছে গিয়েছেন মণিকা বাত্রাও।
সুইডেনের বার্গস্ট্রমের বিরুদ্ধে সাত সেটের লড়াইয়ে ১-৩ ব্যবধানে পিছিয়ে ছিলেন সুতীর্থা। আর একটা সেট হারলেই ছিটকে যেতে হত তাঁকে। সেই অবস্থা থেকে ফিরে এলেন সুতীর্থা। পর পর তিন সেট জিতে নিলেন তিনি। শেষ সেটে জেতেন ১১-৫ ফলে। শেষ অবধি হার না মানা জেদ জিতিয়ে দিল তাঁকে।
দ্বিতীয় পর্বে তাঁর বিরুদ্ধে খেলবেন পর্তুগালের ফু ইউ। সুতীর্থার থেকে ক্রমতালিকায় ৪৩ ধাপ এগিয়ে তিনি। তবে সহজে যে সেই লড়াই ছাড়বেন না, তা বুঝিয়ে দিলেন প্রথম পর্বেই।
প্রথম পর্ব জিতেছেন মণিকাও। স্ট্রেট সেটে জিতেছেন তিনি। ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন গ্রেট ব্রিটেনের টিন টিন হো-কে। দ্বিতীয় পর্বে তিনি খেলবেন ইউক্রেনের মারগারিটা পেসোস্কার বিরুদ্ধে।
সিঙ্গলসে জিতলেও মিক্সড ডবলসে শরথ কমলকে সঙ্গে নিয়ে হেরে গিয়েছেন মণিকা। চাইনিজ তাইপেই জুটির বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরেছেন তিনি।
তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন দীপিকা কুমারী এবং প্রবীণ যাদব। শনিবার চাইনিজ তাইপেই জুটিকে প্রথম পর্বে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও সেখানে বিদায় নেয় ভারত। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটির বিরুদ্ধে হেরে যান তাঁরা।
ব্যাডমিন্টোনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরে গিয়েছেন সাই প্রণীত। ইজরাইলের মিশা জিলবারমানের বিরুদ্ধে স্ট্রেট সেটে (১৭-২১, ১৫-২১) হেরে যান তিনি। দ্বিতীয় ম্যাচে তিনি খেলবেন নেদারল্যান্ডসের মার্ক কালজৌয়ের বিরুদ্ধে।
ছেলেদের ডাবলসে প্রথম ম্যাচে জিতেছেন চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি। চাইনিজ তাইপেই জুটির বিরুদ্ধে তাঁদের জয় ২১-১৬, ১৬-২১, ২৭-২৫ ফলে। পরের ম্যাচে তাঁরা খেলবেন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে।
জুডোতে ভারতের হয়ে অংশ নিয়েছিলেন সুশীলা লিকমাবাম। প্রথম পর্বেই হেরে বিদায় নিয়েছেন তিনি। হাঙ্গেরির এভা সারনোভিচকির বিরুদ্ধে মেয়েদের ৪৮ কেজি বিভাগে হেরে গিয়েছেন তিনি।
রোয়িংয়ে ভারতের ছেলেদের ডাবলস স্কাল বিভাগে অর্জুন লাল এবং অরবিন্দ সিংহ হিটসে পঞ্চম স্থান পেয়েছেন। রেপেচাজে জিতে সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে তাঁদের।
বক্সিংয়ে প্রথম পর্বেই হেরে গিয়েছেন বিকাশ কৃষাণ। জাপানের সিওন ওকাজাওয়ার বিরুদ্ধে পুরুষদের ওয়েল্টারওয়েট বিভাগে হেরে গেলেন তিনি। তৃতীয় বার অলিম্পিক্সে খেলতে নেমেছিলেন বিকাশ। রিও অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে উঠলেও টোকিয়োতে পারলেন না তিনি।
হেরে গিয়েছেন সৌরভ চৌধরিও। যোগ্যতা অর্জন পর্বে প্রথম হলেও ফাইনালে সপ্তম স্থানে শেষ করেন তিনি। পদকের আশা তৈরি করেও বিদায় নিলেন তিনি।