দ্বিতীয় পর্বে উঠলেন সুমিত নাগাল। ছবি: টুইটার থেকে
টোকিয়ো অলিম্পিক্সে টেনিস সিঙ্গলসের দ্বিতীয় পর্বে উঠলেন সুমিত নাগাল। উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে হারিয়ে দেন তিনি। খেলার ফল ৬-৪, ৬-৭, ৬-৪। দ্বিতীয় পর্বে সুমিতের মুখোমুখি ড্যানিল মেদভেদেভ।
জিশান আলি (১৯৮৮) এবং লিয়েন্ডার পেজের (১৯৯৬) পর তৃতীয় ভারতীয় হিসেবে দ্বিতীয় পর্বে উঠলেন সুমিত। প্রথম সেটে জিতলেও, দ্বিতীয় সেটে টাইব্রেকারে গিয়ে হারতে হয় তাঁকে। তবে তৃতীয় সেটে নিরাশ করেননি সুমিত। শেষ সেটে জিতে লিয়েন্ডারদের ছুঁয়ে ফেললেন তিনি।
১৯৯৬ সালে ব্রোঞ্জ জিতেছিলেন লিয়েন্ডার। তবে সুমিত অতদুর পৌঁছতে পারবেন কি না সেই বিষয় সন্দেহ রয়েছে টেনিস মহলে। দ্বিতীয় রাউন্ডে তাঁকে খেলতে হবে ২৫ বছরের রাশিয়ান তারকা মেদভেদেভের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলা এই টেনিস তারকাকে হারানো সুমিতের পক্ষে বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে। তবে অঘটন ঘটতেই পারে।