সিমোনে বাইলস। ছবি: রয়টার্স
মানসিক অবসাদ কাটিয়ে নিজের জগতে ফিরলেন। পদকও পেলেন। তবে সোনা হল না সিমোনে বাইলসের। ব্রোঞ্জ জিতলেন আমেরিকার এই জিমন্যাস্ট।
আগের সবকটি ইভেন্ট থেকে নাম তুলে নেওয়ার পর মঙ্গলবার মহিলাদের ব্যক্তিগত বিমের ফাইনালে নেমেছিলেন বাইলস। তিনি তৃতীয় স্থানে থেকে শেষ করলেন।
এই বিভাগে সোনা পেলেন চিনের গুয়ান চেনচেন। রুপো জেতেন চিনেরই তাং জিজিং।
আমেরিকার জিমন্যাস্টিক্স সংস্থার তরফ থেকে সোমবারই টুইট করে জানানো হয়, অবশেষে মঙ্গলবার নামতে চলেছেন বাইলস।
রিয়ো অলিম্পিক্সে চারটি সোনা জিতে নজির গড়ার পর থেকে তাঁর উপর অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু মানসিক অবসাদের জন্য টোকিয়ো অলিম্পিক্সের চারটি বিভাগ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। স্বভাবতই সবাই মনে করেছিলেন এ বারের মতো তাঁর অভিযান শেষ। কিন্তু ঠিক এমন সময় দলের ডাক্তারদের পরামর্শ নিয়ে ফের দেশের হয়ে নামেন এই তারকা জিমন্যাস্ট। পদকও জিতে নেন।