Tokyo Olympics

Tokyo Olympics: মানসিক সমস্যার জন্য অলিম্পিক্সে এ বার একটি ব্যক্তিগত ইভেন্ট থেকেও সরলেন সিমোনে বাইলস

রিয়ো অলিম্পিক্সের সোনাজয়ীকে এ বারের প্রতিযোগিতায় দেখা যাবে না। বুধবার এমনটাই জানিয়েছে আমেরিকার জিমন্যাস্ট দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১২:২৮
Share:

সিমোনে বাইলস। ছবি: রয়টার্স

দলগত ইভেন্টের পর একটি ব্যক্তিগত ইভেন্ট থেকে নাম সরিয়ে নিলেন সিমোনে বাইলস। রিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী নাম সরালেন অল অ্যারাউন্ড ইভেন্ট থেকে। বুধবার এমনটাই জানিয়েছে আমেরিকার জিমন্যাস্ট দল।

Advertisement

আমেরিকার জিমন্যাস্ট দল টুইট করে জানায়, 'স্বাস্থ্য পরীক্ষার পর অল অ্যারাউন্ড ইভেন্ট থেকে সরে গেলেন সিমোনে বাইলস। ওর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সিমোনের সাহস প্রমাণ করে কেন ও সকলের অনুপ্রেরণা।'

রিয়ো অলিম্পিক্সে চারটি সোনা জিতেছিলেন সিমোনে। আমেরিকার জিমন্যাস্ট দল জানিয়েছে মানসিক ভাবে নিজেকে তৈরি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার আর্টিস্টিক জিমন্যাসটিক্সের দলগত ফাইনাল থেকে নাম তুলে নিয়েছিলেন সিমোনে। নিজে সরে গেলেও দলকে উৎসাহ দিয়েছিলেন তিনি। দলকে সাহস দিয়েছিলেন পদক জয়ের। রুপো জেতে আমেরিকার জিমন্যাস্ট দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement