সোমবারই নীরজ চোপড়া, মীরাবাই চানু, রবি দাহিয়াদের সংবর্ধনা দিতে চলেছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। সন্ধে সাড়ে ছ’টা থেকে ভার্চুয়াল মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুষ্ঠানে থাকার কথা।
নয়া দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হবে। এক সোনা-সহ সাত পদক নিয়ে অলিম্পিক্সে ৪৮তম স্থানে শেষ করেছে ভারত। এটাই ভারতের অলিম্পিক্সে সেরা পারফরম্যান্স। নীরজ, মীরাবাই, রবি বাদে ভারতের হয়ে পদক জিতেছেন বজরং পুনিয়া, পিভি সিন্ধু, লভলিনা বড়গোহাঁই এবং পুরুষদের হকি দল।
নীরজকে বিমানবন্দরে স্বাগত জানাতে সোমবার সকালেই হরিয়ানা থেকে দিল্লি পৌঁছে গিয়েছেন নীরজের বাবা-মা। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদেরও থাকার কথা। বাকি ক্রীড়াবিদদের পরিবারও হাজির থাকতে পারে বলে শোনা গিয়েছে।
নীরজ যেমন প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে সোনা জিতে নজির গড়েছেন, তেমনই ৪১ বছর পর অলিম্পিক্সে পদক পেয়েছে পুরুষদের হকি দল।