ব্রোঞ্জ জিতে উচ্ছ্বাস ভারতীয় দলের টুইটার
৪১ বছর পর হকিতে ভারতের ছেলেরা অলিম্পিক্স থেকে পদক নিয়ে এসেছে। জার্মানিকে ৫-৪ গোলে হারানোর পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন শ্রীজেশ, সিমরনজিৎ সিংহ, রূপিন্দর পাল সিংহরা। জয়ের পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, পিটি ঊষা, অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন সিংহ রাঠৌররাও।
বিসিসিআই তাদের টুইটারে লিখেছে, ‘ব্রোঞ্জ জেতার জন্য অভিনন্দন ভারতকে, গোটা আকাশ আজ নীল। গোটা দেশ তোমাদের জন্য গর্বিত।’
শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার বাঁচানোর জন্য শ্রীজেশের প্রশংসা করে সচিন লেখেন, ‘অভিনন্দন ভারতীয় হকি দলের সমস্ত সদস্যকে। ব্রোঞ্জ জিতেছে ভারত। দারুণ জয়। শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার বাঁচিয়েছে শ্রীজেশ। ভারতীয় দলের জন্য আমি গর্বিত।’
ভারতের আরও এক প্রাক্তন ক্রিকেটার সহবাগ মুগ্ধ ভারতের ফিরে আসার লড়াই দেখে। তিনি লেখেন, ‘চক দে ফাট্টে! এই জয় ঐতিহাসিক। ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৫-৩ গোলে জয় আর তার সঙ্গেই ৪১ বছর পর পদক। মজা পেয়ে গিয়েছি।’