কভারে ঢাকা মাঠ। ছবি রয়টার্স
নির্ধারিত সময়ের আগেই শেষ দ্বিতীয় দিনের খেলা। ভারতের স্কোর ১২৫-৪।
প্রথম বার বৃষ্টি থামার পর মাত্র এক বল স্থায়ী হয়েছিল খেলা। এ বার দুটি বল স্থায়ী হল। ফের বৃষ্টিতে বন্ধ খেলা।
বৃষ্টি বেড়েই চলেছে। খেলা এখনও শুরু করা যায়নি। ফলে নির্দিষ্ট সময়ের আগেই নেওয়া হল চা-বিরতি।
ট্রেন্টব্রিজে হানা দিল বৃষ্টি। ম্যাচ আপাতত বন্ধ। ভারত ৪৬.১ ওভারে ১২৫-৪। ক্রিজে রাহুল (৫৭) এবং পন্থ (৭)।
চতুর্থ উইকেট হারাল ভারত। রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন রহাণে।
কঠিন পরিস্থিতিতে অর্ধশতরান করলেন কে এল রাহুল। ১২৭ বল খেলেছেন তিনি।
২০১৪-র স্মৃতি কি ফিরতে চলেছে? জেমস অ্যান্ডারসনের প্রথম বলেই আউট হয়ে ফিরলেন বিরাট কোহলী। ক্যাচ দিলেন উইকেটকিপারের হাতে। আচমকাই চাপে পড়ে গেল ভারত।
ইংল্যান্ডের মাটিতে ফের ব্যর্থ পূজারা। অ্যান্ডারসনের নিচু হয়ে আসা বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন।
রবিনসনের বলে এলবিডব্লিউয়ের আবেদন হয়েছিল। ডিআরএস নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু নট আউট দিলেন আম্পায়ার।
মধ্যাহ্নভোজের আগে রোহিতের উইকেট হারাল ভারত। তবে ইনিংস গড়ার জন্য শক্ত জমি তৈরি করে দিয়েছেন দুই ওপেনার। বড় রানের লক্ষ্যে বিরাট কোহলীরা।
রবিনসনের বলে আউট হলেন রোহিত। শর্ট বল মারতে গিয়ে ক্যাচ দিলেন কারেনের হাতে। ৩৬ করে ফিরলেন রোহিত।
বল করতে এলেন স্যাম কারেন। প্রথম ঘণ্টা সামলে দিয়েছেন ভারতীয় ওপেনাররা। ইতিমধ্যেই দ্বিতীয় দিনে ২৫ রান যোগ করেছেন রোহিত (২৫ রানে অপরাজিত) এবং রাহুল (১৭ রানে অপরাজিত)।
ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখাচ্ছে ভারতীয় ওপেনারদের।
ইংল্যান্ডের থেকে এখনও ১৫১ রান পিছিয়ে ভারত। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম এক ঘণ্টা দেখে খেলার কথা বলেছিলেন শামি। সেটাই দেখা যাচ্ছে রোহিত এবং রাহুলের থেকে। দু'জনেই ঠান্ডা মাথায় সামলে চলেছেন অ্যান্ডারসনদের।
এক রান নিলেন রাহুল। অ্যান্ডারসনের বল মিড অফে পুশ করে দিলেন তিনি।
রবিনসনের বলে চার মারলেন রোহিত। লং লেগের দিকে ফ্লিক করে বল চারে পাঠিয়ে দিলেন ভারতীয় ওপেনার। দিনের প্রথম রান এল রোহিতের ব্যাট থেকে।
প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে এখনও কোনও রান করতে পারেনি ভারত। ইংল্যান্ডের হয়ে বল করছেন অ্যান্ডারসন এবং রবিনসন।
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হল।