india vs england

বৃ্ষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ, ভারতের রান ১২৫-৪

ইংল্যান্ডকে ১৮৩ রানে অল আউট করে দেওয়ার পর দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১২৫ তুলল ভারত। রোহিত, কোহলী, রহাণে, পূজারা প্যাভিলিয়নে ফিরেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৫:৩০
Share:

কভারে ঢাকা মাঠ। ছবি রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ২২:২২ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

নির্ধারিত সময়ের আগেই শেষ দ্বিতীয় দিনের খেলা। ভারতের স্কোর ১২৫-৪।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ২১:৩৮ key status

এ বার খেলা হল দু’বল

প্রথম বার বৃষ্টি থামার পর মাত্র এক বল স্থায়ী হয়েছিল খেলা। এ বার দুটি বল স্থায়ী হল। ফের বৃষ্টিতে বন্ধ খেলা।

Advertisement
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ২০:০১ key status

চা-বিরতিতে ভারত ১২৫-৪

বৃষ্টি বেড়েই চলেছে। খেলা এখনও শুরু করা যায়নি। ফলে নির্দিষ্ট সময়ের আগেই নেওয়া হল চা-বিরতি।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৯:০০ key status

বৃষ্টিতে বন্ধ খেলা

ট্রেন্টব্রিজে হানা দিল বৃষ্টি। ম্যাচ আপাতত বন্ধ। ভারত ৪৬.১ ওভারে ১২৫-৪। ক্রিজে রাহুল (৫৭) এবং পন্থ (৭)।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৮:৪৩ key status

রান আউট রহাণে

চতুর্থ উইকেট হারাল ভারত। রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন রহাণে।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৮:৩২ key status

অর্ধশতরান রাহুলের

কঠিন পরিস্থিতিতে অর্ধশতরান করলেন কে এল রাহুল। ১২৭ বল খেলেছেন তিনি।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৮:২৭ key status

আউট কোহলী

২০১৪-র স্মৃতি কি ফিরতে চলেছে? জেমস অ্যান্ডারসনের প্রথম বলেই আউট হয়ে ফিরলেন বিরাট কোহলী। ক্যাচ দিলেন উইকেটকিপারের হাতে। আচমকাই চাপে পড়ে গেল ভারত।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৮:২৪ key status

আউট পূজারা

ইংল্যান্ডের মাটিতে ফের ব্যর্থ পূজারা। অ্যান্ডারসনের নিচু হয়ে আসা বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৮:১৮ key status

বেঁচে গেলেন পূজারা

রবিনসনের বলে এলবিডব্লিউয়ের আবেদন হয়েছিল। ডিআরএস নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু নট আউট দিলেন আম্পায়ার।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৭:৩৬

মধ্যাহ্নভোজ, ভারত ৯৭/১ (৩৭.৩ ওভার)

মধ্যাহ্নভোজের আগে রোহিতের উইকেট হারাল ভারত। তবে ইনিংস গড়ার জন্য শক্ত জমি তৈরি করে দিয়েছেন দুই ওপেনার। বড় রানের লক্ষ্যে বিরাট কোহলীরা।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৭:২৮ key status

আউট রোহিত

রবিনসনের বলে আউট হলেন রোহিত। শর্ট বল মারতে গিয়ে ক্যাচ দিলেন কারেনের হাতে। ৩৬ করে ফিরলেন রোহিত।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৭:২৮

ভারত ৮৯/০ (৩৬ ওভার)

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৬:৩৪

ভারত ৪৬/০ (২৬ ওভার)

বল করতে এলেন স্যাম কারেন। প্রথম ঘণ্টা সামলে দিয়েছেন ভারতীয় ওপেনাররা। ইতিমধ্যেই দ্বিতীয় দিনে ২৫ রান যোগ করেছেন রোহিত (২৫ রানে অপরাজিত) এবং রাহুল (১৭ রানে অপরাজিত)। 

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৬:২৫

ভারত ৩৯/০ (২৫ ওভার)

ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখাচ্ছে ভারতীয় ওপেনারদের।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৬:০৬

ভারত ৩২/০ (২১ ওভার)

ইংল্যান্ডের থেকে এখনও ১৫১ রান পিছিয়ে ভারত। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম এক ঘণ্টা দেখে খেলার কথা বলেছিলেন শামি। সেটাই দেখা যাচ্ছে রোহিত এবং রাহুলের থেকে। দু'জনেই ঠান্ডা মাথায় সামলে চলেছেন অ্যান্ডারসনদের।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৫:৫৪

ভারত ২৬/০ (১৮ ওভার)

এক রান নিলেন রাহুল। অ্যান্ডারসনের বল মিড অফে পুশ করে দিলেন তিনি।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৫:৫১

ভারত ২৫/০ (১৭ ওভার)

রবিনসনের বলে চার মারলেন রোহিত। লং লেগের দিকে ফ্লিক করে বল চারে পাঠিয়ে দিলেন ভারতীয় ওপেনার। দিনের প্রথম রান এল রোহিতের ব্যাট থেকে।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৫:৪৭

ভারত ২১/০ (১৬ ওভার)

প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে এখনও কোনও রান করতে পারেনি ভারত। ইংল্যান্ডের হয়ে বল করছেন অ্যান্ডারসন এবং রবিনসন।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৫:৪৫ key status

দ্বিতীয় দিনের খেলা শুরু

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হল।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৫:২৯ key status

প্রথম দিনের শেষে ভারত ২১/০

ক্রিজে রয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তাঁদের ব্যাটে ভর করে বড় রানের স্বপ্ন দেখছে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement