পি ভি সিন্ধুর বিজয়রথ চলছে। ছবি - রয়টার্স
অলিম্পিক্সে পদক নিশ্চিত করা থেকে আর মাত্র এক ধাপ দূরে পি ভি সিন্ধু। ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠে গেলেন তিনি। এই ম্যাচে জিতলেই অন্তত রুপো নিশ্চিত তাঁর। হেরে গেলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে সিন্ধুর। তখন তাঁকে ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে অন্য সেমিফাইনালে হেরে যাওয়া প্রতিযোগীর সঙ্গে।
সেক্ষেত্রে অলিম্পিক্স থেকে ব্যাডমিন্টনে তৃতীয় পদক আসবে ভারতের। সিন্ধুর নিজেরই এটি দ্বিতীয় পদক হবে। প্রথম পদকটি এসেছিল সাইনা নেহওয়ালের হাত ধরে। শুধু তাই নয়, অলিম্পিক্স ব্যাডমিন্টনে পদক জয়ের হ্যাটট্রিক হবে ভারতের। পরপর তিনটি অলিম্পিক্স থেকে ব্যাডমিন্টনে পদক আসবে এ দেশে।
জয়ের পর সিন্ধুর গর্জন। ছবি - রয়টার্স
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্যাডমিন্টনে প্রথম পদক আসে ভারতে। সেটা ছিল ৪ অগস্ট। সাইনা সে বার ব্রোঞ্জ জেতেন। তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচে প্রথম গেমে ১৮-২১ ফলে হেরে যাওয়ার পরেও সাইনা ব্রোঞ্জ পান। কারণ ওয়াং জিন তাঁর বিরুদ্ধে চোটের জন্য আর খেলতে পারেননি। সেমিফাইনালে সাইনা ওয়াং ইহানের কাছে হেরে যান ১৩-২১, ১৩-২১ ফলে।
গত বার অর্থাৎ ২০১৬ সালে রিও অলিম্পিক্সে সিন্ধু রুপো জেতেন। অল্পের জন্য সোনা জেতা হয়নি তাঁর। ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে তিনি ২১-১৯, ১২-২১, ১৫-২১ ফলে হেরে যান।