PV Sindhu

Tokyo Olympics: রেকর্ড সিন্ধুর, প্রথম ভারতীয় মহিলা হিসেবে দু’টি অলিম্পিক্স পদক

মোট ৬ জন ভারতীয় মহিলা অলিম্পিক্সে পদক জিতেছেন। কিন্তু জোড়া পদক সিন্ধু ছাড়া আর কারও নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ১৮:৪৫
Share:

ছবি: পিটিআই

আরও একটি অলিম্পিক্স পদক হয়ে গেল পিভি সিন্ধুর। ভারতের প্রথম মহিলা হিসেবে জোড়া অলিম্পিক্স পদকের মালকিন হলেন এই ব্যাডমিন্টন তারকা। মোট ৬ জন ভারতীয় মহিলা অলিম্পিক্সে পদক জিতেছেন। কিন্তু জোড়া পদক সিন্ধু ছাড়া আর কারও নেই।

Advertisement

প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্স পদক জেতেন কর্নম মালেশ্বরী। ২০০০ সালের সিডনি অলিম্পিক্সে ভারোত্তোলনে তিনি ব্রোঞ্জ জেতেন।

এরপর কোনও ভারতীয় মহিলার অলিম্পিক্স পদক জেতার জন্য অপেক্ষা করতে হয় ১২ বছর। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্যাডমিন্টনে দেশকে ব্রোঞ্জ এনে দেন সাইনা নেহওয়াল।

Advertisement

সেই বছরই ভারতীয় মহিলাদের হাত ধরে আরও একটি ব্রোঞ্জ আসে। বক্সিংয়ে মেরি কম ব্রোঞ্জ জেতেন।

চার বছর পরে ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে ভারত যে দুটি পদক জিতেছিল, দুটিই এনে দিয়েছিলেন দুই মহিলা। প্রথম পদক আসে সাক্ষী মালিকের হাত ধরে কুস্তিতে। দুই দিন পরে সিন্ধু রুপো জেতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement