সোনার পদকজয়ী নীরজ চোপড়া। ছবি: রয়টার্স
শেষ থ্রোয়ের আগেই বুঝে গিয়েছিলেন তিনি জিতছেন। তবুও নিজের সমস্তটুকু দিয়ে ছুড়লেন। চিৎকার করে উঠলেন ছুড়ে। দুটো হাত মুঠো করে আকাশের দিকে তুললেন নীরজ চোপড়া। দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের প্রতিযোগীদের জড়িয়ে ধরলেন।
ভারতের জ্যাকেটটা গায়ে পরে ছুটলেন গ্যালেরির দিকে। উড়ে এল ভারতের পতাকা। নিজেকে জড়িয়ে নিলেন সেই পতাকায়। দৌড়তে শুরু করলেন ট্র্যাকের উপর। চোখের দৃষ্টি ঝাপসা। সোনা জয়ের আনন্দে ভাসছেন নীরজ। তাঁর প্রশিক্ষকরা এসে জড়িয়ে ধরলেন তাঁকে।
নীরজের হুঙ্কার। ছবি: টুইটার থেকে
২০০৮ সালে অভিনব বিন্দ্রার পর অলিম্পিক্সে ফের সোনাজয় ভারতের। পদক গলায় পরে জাতীয় পতাকার দিকে তাকিয়ে রয়েছেন নীরজ। মাস্কে ঢাকা মুখ। ভারতের জাতীয় সঙ্গীত বাজছে টোকিয়োতে। ডানদিকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল নীরজের।