Neeraj Chopra

Tokyo Olympics: ১২১ বছর পরে অলিম্পিক্স অ্যাথলেটিক্সে পদক ভারতের, মিলখা, ঊষার স্বপ্নভঙ্গে সোনার প্রলেপ

প্রথম দুটি পদক যিনি জিতেছিলেন, সেই নর্ম্যান প্রিচার্ড ব্রিটিশ ভারতীয়। তাঁকে বাদ দিলে নীরজ চোপড়ার জ্যাভলিনে পদক জয় ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে প্রথম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:৫০
Share:

জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ । ছবি - টুইটার

১২১ বছর পরে অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে তৃতীয় পদক এল ভারতে। প্রথম দুটি পদক যিনি জিতেছিলেন, সেই নর্ম্যান প্রিচার্ড ব্রিটিশ ভারতীয়। তাঁকে বাদ দিলে নীরজ চোপড়ার জ্যাভলিনে পদক জয় ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে প্রথম।

Advertisement

১৯০০ সালে প্রিচার্ড প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে দুটি পদক জিতেছিলেন। তাঁর দুটি পদকই রুপো। ২০০ মিটার এবং ২০০ মিটার হার্ডলসে রুপো জিতেছিলেন তিনি।

ব্যক্তিগত বিভাগে প্রিচার্ড এবং নীরজকে বাদ দিলে মোট ১৯ জন ভারতীয় পদক জিতেছেন। কিন্তু অ্যাথলেটিক্সে কেউ পদক জিততে পারেননি।

Advertisement

নীরজের লক্ষ্য ভেদ।

প্রিচার্ড এবং নীরজ ছাড়া অলিম্পিক্সে ভারতের হয়ে পদকজয়ীরা হলেন কেডি যাদব (ব্রোঞ্জ, কুস্তি, ১৯৫২), লিয়েন্ডার পেজ (ব্রোঞ্জ, টেনিস, ১৯৯৬), কর্নম মালেশ্বরী (ব্রোঞ্জ, ভারোত্তোলন, ২০০০), রাজ্যবর্ধন সিংহ রাঠোর (রুপো, শ্যুটিং, ২০০৪), অভিনব বিন্দ্রা (সোনা, শ্যুটিং, ২০০৮), বিজেন্দ্র সিংহ (ব্রোঞ্জ, বক্সিং, ২০০৮), সুশীল কুমার (ব্রোঞ্জ, ২০০৮ এবং রুপো ২০১২, কুস্তি), বিজয় কুমার (রুপো, শ্যুটিং, ২০১২), সাইনা নেওহাল (ব্রোঞ্জ, ব্যাডমিন্টন, ২০১২), মেরি কম (ব্রোঞ্জ, বক্সিং, ২০১২), গগন নারাং (ব্রোঞ্জ, শ্যুটিং, ২০১২), যোগেশ্বর দত্ত (ব্রোঞ্জ, কুস্তি, ২০১২), পিভি সিন্ধু (রুপো, ২০১৬ এবং ব্রোঞ্জ ২০২১, ব্যাডমিন্টন), সাক্ষী মালিক (ব্রোঞ্জ, কুস্তি, ২০১৬), মীরাবাই চানু (রুপো, ভারোত্তোলন, ২০২১), রবি কুমার দাহিয়া (রুপো, কুস্তি, ২০২১), লভলিনা বড়গোহাঁই (ব্রোঞ্জ, বক্সিং, ২০২১), বজরং পুনিয়া (ব্রোঞ্জ, কুস্তি, ২০২১), নীরজ চোপড়া (সোনা, জ্যাভলিন, ২০২১)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement