নীরজ চোপড়া টুইটার
তরতর করে এগোচ্ছেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে সোনা পাওয়ার পর জ্যাভলিন থ্রো-র বিশ্ব ক্রমতালিকায় দু’ নম্বরে উঠে এলেন তিনি। অলিম্পিক্সের আগে প্রথম দশের বাইরে ছিলেন নীরজ। ১৬ নম্বর থেকে এক লাফে ১৪ ধাপ উঠে এলেন।
নীরজের সামনে রয়েছেন জার্মানির জোহানাস ভেট। তাঁর ১৩৯৬ পয়েন্ট। আর নীরজের পয়েন্ট ১৩১৫। পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এক নম্বরে পৌঁছে যেতে পারেন নীরজও।
পোলান্ডের মার্সিন ক্রুকউস্কি রয়েছেন তিন নম্বরে। তাঁর পয়েন্ট ১৩০২। তালিকায় চার নম্বরে রয়েছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ। ১২৯৮ পয়েন্ট পেয়েছেন তিনি।
টোকিয়ো অলিম্পিক্সে দ্বিতীয় থ্রোতে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নেন নীরজ। অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে তিনি অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন।