Tokyo Olympics 2020

Neeraj Chopra: আরও একটি লম্বা থ্রো নীরজের, ১৪ ধাপ উঠে বিশ্বের দুই নম্বরে অলিম্পিক্স সোনাজয়ী

নীরজের সামনে রয়েছেন শুধু জার্মানির জোহানাস ভেট। তাঁর ১৩৯৬ পয়েন্ট। আর নীরজ পেয়েছেন ১৩১৫ পয়েন্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৭:৩২
Share:

নীরজ চোপড়া টুইটার

তরতর করে এগোচ্ছেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে সোনা পাওয়ার পর জ্যাভলিন থ্রো-র বিশ্ব ক্রমতালিকায় দু’ নম্বরে উঠে এলেন তিনি। অলিম্পিক্সের আগে প্রথম দশের বাইরে ছিলেন নীরজ। ১৬ নম্বর থেকে এক লাফে ১৪ ধাপ উঠে এলেন।

Advertisement

নীরজের সামনে রয়েছেন জার্মানির জোহানাস ভেট। তাঁর ১৩৯৬ পয়েন্ট। আর নীরজের পয়েন্ট ১৩১৫। পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এক নম্বরে পৌঁছে যেতে পারেন নীরজও।

পোলান্ডের মার্সিন ক্রুকউস্কি রয়েছেন তিন নম্বরে। তাঁর পয়েন্ট ১৩০২। তালিকায় চার নম্বরে রয়েছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ। ১২৯৮ পয়েন্ট পেয়েছেন তিনি।

Advertisement

টোকিয়ো অলিম্পিক্সে দ্বিতীয় থ্রোতে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নেন নীরজ। অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে তিনি অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement