Saikhom Mirabai Chanu

Mirabai Chanu: মণিপুরের মীরাবাই, অন্য বেশে রুপোজয়ী চানুর ছবি ভাইরাল

চানুর ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। পেছনে পাহাড় আর চারদিকে সবুজের মাঝে হাল্কা রঙের শাড়িতে অন্য রকম লাগছে চানুকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৩:৫০
Share:

মীরাবাই চানু টুইটার

নতুন রুপে দেখা গেল মীরাবাই চানু। নেটমাধ্যমে দেখা গেল সেই ছবি। অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলক চানুকে মণিপুরি শাড়িতে ছবি তুলতে দেখা গেল। টোকিয়ো অলিম্পিক্স থেকে ফেরার পরই নিজের রাজ্য মণিপুরে গিয়ে এই ছবি তুলেছেন চানু

Advertisement

চানুর সেই ছবি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। পেছনে পাহাড় আর চারদিকে সবুজের মাঝে হাল্কা রঙের শাড়িতে অন্য রকম লাগছে চানুকে। ছবি আপলোড করে চানু লেখেন, ‘সাবেকি সাজ আমার খুব ভাল লাগে।’

ভারতের হয়ে এ বারের অলিম্পিক্সে প্রথম পদক জিতে নেন চানু। ভারোত্তোলনে ৪৯ কিলোগ্রাম বিভাগে সব মিলিয়ে ২০২ কিলোগ্রাম ওজন তোলেন তিনি। পদক জেতার পর থেকেই অভিনন্দন বার্তায় ভেসে গিয়েছেন ২৬ বছর বয়সী এই ভারোত্তোলক।

Advertisement

টোকিয়ো অলিম্পিক্স থেকে সাতটি পদক এনেছে ভারত। তার প্রথমটি জেতেন চানু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement