প্রথম আটে থাকা ক্রীড়াবিদরা আরও তিনটি করে থ্রো পাবেন। নীরজ রয়েছেন আট নম্বরে।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:১০
এখনও শীর্ষে নীরজ
তিনটি প্রচেষ্টার শেষে শীর্ষে নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী জোহানেস ভেট্টার ছিটকে গেলেন।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৫৮
ভাল থ্রো হল না নীরজের
তৃতীয় প্রচেষ্টায় মাত্র ৭৬.৭৯ মিটার ছুড়লেন নীরজ। তবে প্রথম স্থানেই রয়েছেন।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৫৬
এখনও শীর্ষে নীরজ
দ্বিতীয় রাউন্ডের শেষেও শীর্ষে নীরজ।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৪৮
নিজেকেই ছাপিয়ে গেলেন নীরজ
প্রথম বারের প্রচেষ্টাকেও ছাপিয়ে গেলেন নীরজ। দ্বিতীয় বার ছুড়লেন ৮৭.৫৮ মিটার।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৪৫
শীর্ষে নীরজ
প্রথম রাউন্ডের শেষে একে নীরজ। তার পরে রয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার এবং চেক প্রজাতন্ত্রের জাকুচ ভাদলেচ।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৩৪
দারুণ শুরু নীরজের
প্রথম প্রচেষ্টাতেই ছুড়লেন ৮৭.০৩ মিটার।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:১৮
আরও এক পয়েন্ট ভারতের
প্রথম রাউন্ডের শেষে দু'পয়েন্টে এগিয়ে বজরং। পদকের আশায় ভারত।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:১৭
প্রথম পয়েন্ট পেলেন বজরং
এক পয়েন্ট তুলে নিলেন বজরং।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:১৫
শুরু হল বজরঙের লড়াই
প্রথম রাউন্ডের খেলা শুরু। বিপক্ষে কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভ।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৫:৪৫
ব্রোঞ্জের লড়াইয়ে ভারত
কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভের বিরুদ্ধে নামতে চলেছেন বজরং পুনিয়া। এই ম্যাচে জিতলেই ব্রোঞ্জ ভারতের।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১০:২৬
চতুর্থ স্থানে শেষ করলেন অদিতি
গল্ফে ভারতকে পদকের আশা দেখিয়েছিলেন অদিতি অশোক। তিন দিন ধরে দ্বিতীয় স্থানে থাকায় শনিবার সকাল থেকেই নজর ছিল তাঁর দিকে। তবে শেষ মুহূর্তে এসে খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে। টোকিয়ো অলিম্পিক্সে চতুর্থ হলেন তিনি।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৯:৪৮
ফের শুরু হল খেলা
তৃতীয় স্থানে রয়েছেন অদিতি। বৃষ্টি থামতে ফের শুরু হল খেলা।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৯:০০
খারাপ আবহাওয়ার জন্য খেলা আপাতত বন্ধ
খেলা আপাতত বন্ধ রয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ফের খেলা শুরু হবে। এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন অদিতি। আর খেলা না হলে ব্রোঞ্জ পাবেন তিনি।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৮:৫৩
তিন নম্বরে উঠে এলেন অদিতি
ফের তিন নম্বরে উঠে এলেন ভারতীয় গল্ফার। যুগ্ম ভাবে তৃতীয় স্থানে তিনি। আরও দুটো হোলের খেলা বাকি।
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৮:৪৫
আরও এক ধাপ নেমে গেলেন অদিতি
চতুর্থ স্থানে নেমে গেলেন অদিতি। এখনও তিনটি হোলের খেলা বাকি।