মোদীর ফোন মনপ্রীতদের টুইটার
৪১ বছর পর অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছে ভারতের ছেলেদের হকি দল। দু’বার পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে এসে জয় পেয়েছে ভারত। এই কীর্তির জন্য ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করার পাশাপাশি ম্যাচ শেষ হওয়ার পরই অধিনায়ক মনপ্রীত সিংহ ও প্রশিক্ষক গ্রাহাম রিডকে ফোন করেন প্রধানমন্ত্রী। এই ভিডিয়ো ভাইরাল হয় নেটমাধ্যমে।
জার্মানির বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর মনপ্রীত ও রিডকে মোদী বলেন, ‘‘এতদিনের পরিশ্রমের ফসল পেয়েছে ভারত। গোটা দেশ ভারতের হকি দলের এই সাফল্যে গর্বিত।’’ প্রশিক্ষক গ্রাহাম রিডকেও অভিনন্দন জানান মোদী।
মনদীপও ধন্যবাদ জানান মোদীকে। ভারত অধিনায়ক প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘আপনার অনুপ্রেরণাতেই সাফল্যের মুখ দেখেছে ভারতীয় দল। সেমিফাইনালের পর আপনি যে ভাবে উদ্বুদ্ধ করেছিলেন, সেটা ওষুধের মতো কাজ করেছে।’’
মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দলের প্রশিক্ষক রিডও।