লভলিনা বড়গোহাঁই টুইটার
বুধবার তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিপক্ষে খেলতে নামছেন লভলিনা বড়গোহাঁই। সেমিফাইনালে ওঠার পরই ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন লভলিনা। তবে এখানেই থামতে নারাজ ভারতের এই বক্সার। তাঁর লক্ষ্য সোনা জয়। বুধবার সকাল ১১ টায় সেই লক্ষ্যেই খেলতে নামবেন লভলিনা।
লভলিনা কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন। পাঁচবার চেন নিয়েন-এর মুখোমুখি হলেও অলিম্পিক্সের মঞ্চেই প্রথমবার তাঁকে হারাতে পারলেন লভলিনা।
বুসেনাজ অন্যদিকে ইউক্রেনের আনা লেনস্কোকে ৫-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।
এর আগে বুসেনাজের মুখোমুখি হননি লভলিনা। বিশ্ব চ্যাম্পিয়ন বুসেনাজের বিরুদ্ধে বেশ কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে ভারতীয় বক্সারকে। ২৩ বছরের বুসেনাজ ২১টি ম্যাচ খেলেছেন। হেরেছেন মাত্র ৫ টি ম্যাচ।