দীপক পুনিয়া
সামনে সান মারিনোর দুর্বল প্রতিপক্ষ মাইলস ছিলেন। তা সত্ত্বেও এগিয়ে গিয়ে ম্যাচ হারলেন দীপক পুনিয়া। ব্রোঞ্জ পদক এল না ভারতের ঘরে।
ব্রোঞ্জ পদকের ম্যাচে নামলেন দীপক। সান মারিনোর মাইলস আমিনের বিরুদ্ধে খেলছেন তিনি।
আর কিছুক্ষণ পরেই পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ফাইনালে রাশিয়ার জাভুর উগুয়েভের বিরুদ্ধে নামতে চলেছেন রবি দাহিয়া। তার কিছুক্ষণ পরেই ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন দীপক পুনিয়া।
প্রতিপক্ষ সেমিফাইনালে হেরে যাওয়া রেপেশাজে ব্রোঞ্জ পদক জেতার আশা শেষ হয়ে গেল বিনেশ ফোগাটের।
ভানেসার কাছে কোয়ার্টারে হেরে গেলেন বিনেশ ফোগাট। ৩-৯ পয়েন্টে হার। ভানেসা ফাইনালে উঠলে রেপেশাজের মাধ্যমে ব্রোঞ্জ জেতার সুযোগ থাকছে বিনেশের সামনে।
শুরুতেই পিছিয়ে গেলেন বিনেশ। ইউরোপীয় চ্যাম্পিয়নের বিরুদ্ধে লড়ছেন তিনি।
ভারতীয় সময় ৮.৪০ নাগাদ কোয়ার্টারের লড়াইয়ে নামতে পারেন বিনেশ। প্রতিপক্ষ বেলারুসের ভানেসা কালাদজিনস্কায়া, যার বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে দুটি করে সোনা রয়েছে।
দুর্দান্ত জয় বিনেশের। প্রথম রাউন্ডে প্রাক্তন অলিম্পিক্স ব্রোঞ্জজয়ী সোফিয়া ম্যাটসন ৭-১ পয়েন্টে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন তিনি।
প্রথম থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলছেন বিনেশ। প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-০ এগিয়ে গেলেন তিনি।
পদকের আশা রয়েছে তাঁর থেকে। প্রথম রাউন্ডের লড়াই নামলেন বিনেশ।