Indian Hockey Team

PR Sreejesh: নীরজের পর এ বার শ্রীজেশ, নাম এক হলেই বিনামূল্যে টি শার্ট, পেট্রোল

একই রকম আবেগ দেখা যাচ্ছে এর্নাকুলামের একাধিক পেট্রোল পাম্পে। সেই এলাকার কোনও মানুষের নাম শ্রীজেশ হলেই তিনি ৩১ অগস্ট পর্যন্ত বিনামূল্যে পেট্রোল পাবেন। তবে তাঁকে পরিচয়পত্র দেখাতে হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৬:৫৫
Share:

ঘরের ছেলে শ্রীজেশকে নিয়ে আবেগতারিত এর্নাকুলাম। ফাইল চিত্র

জন্মস্থান এর্নাকুলামে আগেই তাঁর নামে রাস্তা তৈরি হয়েছিল। এ বার সেখানে পিআর শ্রীজেশের সম্মানে বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে টি শার্ট। আর কারও নাম যদি শ্রীজেশ হয় তাহলে সেই ব্যক্তি ৩১ অগস্ট পর্যন্ত বিনামূল্যে পেট্রোল পাবেন। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী হকি দলের এই গোলরক্ষককে এমন ভাবেই সম্মান জানাচ্ছেন তাঁর এলাকার মানুষ।

Advertisement

টি সুরেশ কুমার নামে এক স্থানীয় দোকানি বলছেন, “এখনও পর্যন্ত অগণিত ফোন পেয়েছি। অনেকে তো দোকানেই ভিড় জমিয়েছে। শ্রীজেশের সম্মানে আরও কয়েক দিন বিনামূল্যে ওর ছবি বসানো টি শার্ট বিলি করতে চাই। ওর জন্য আমাদের এলাকার পরিচিতি হয়েছে। ওকে ভালবেসে এতটা তো করতেই পারি।”

Advertisement

শ্রীজেশের নামে টি শার্ট।

সেই দোকানির এমন আবেগকে শুরুতেই অনেকেই গুরুত্ব দেয়নি। কেউ কেউ আবার নিছক মজা বলে মনে করেছিলেন। তিনি বলছিলেন, “এই বিষয়টা ফেসবুকে দেওয়ার পরেও অনেকে বিশ্বাস করতে পারছিল না। পরে দোকানে আসার পর তাদের বিশ্বাস হয়েছে।”

একই রকম আবেগ দেখা যাচ্ছে এর্নাকুলামের একাধিক পেট্রোল পাম্পে। সেই এলাকার কোনও মানুষের নাম শ্রীজেশ হলেই তিনি ৩১ অগস্ট পর্যন্ত বিনামূল্যে পেট্রোল পাবেন। তাঁকে নিজের পরিচয়পত্র দেখাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement